২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পশ্চিমবঙ্গের উপনির্বাচনে সব আসন তৃণমূলের দখলে

-

ভারতের পশ্চিমবঙ্গে ছয় আসনে বিধানসভার উপনির্বাচনের ছয়টির মধ্যে পাঁচটি আসনে ইতোমধ্যেই জয়ী তৃণমূল প্রার্থীরা। এমন ফল দেখে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়। তালড্যাংরা আসনে শেষ খবর অনুসারে গণনায় এগিয়ে তৃণমূল। গতকাল শনিবার দুপুরের মধ্যেই উপনির্বাচনের ফল কার্যত পরিষ্কার হয়ে যাওয়ার পরই সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা। এর ফলে আগামী দিনে তৃণমূল মানুষের জন্য কাজ করায় আরো বেশি উৎসাহ পাবে বলেও জানিয়েছেন তিনি।
ভোটারদের ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন তৃণমূলের ‘সেনাপতি’ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নাম উল্লেখ না করে বিজেপিকে ‘জমিদার’ বলে কটাক্ষ করেছেন দু’জনই। উপনির্বাচনের ফল নিয়ে সমাজমাধ্যমের পোস্টে মমতা লিখেছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরো সক্রিয়ভাবে কাজ করার উৎসাহ দেবে। সাধারণ মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ। এটিই আমাদের পরিচয়।
এর পরই ‘জমিদার প্রসঙ্গ’ উঠে এসেছে মমতার বক্তব্যে। তৃণমূল এর আগে অনেকবার বিজেপিকে ‘জমিদার’ বলে কটাক্ষ করেছে। ছয়ে ছয় পরিষ্কার হওয়ার পর মমতা বলেছেন, আমরা জমিদার নই। মানুষের পাহারাদার। মানুষের আশিস আজীবন আমাদের হৃদয় স্পর্শ করে থাকবে। ‘জমিদার’ কটাক্ষ ঝরে পড়েছে অভিষেকের পোস্টেও। তিনি লিখেছেন, উপনির্বাচনের ছয়টি আসনেই জয়লাভের জন্য তৃণমূল প্রার্থীদের শুভেচ্ছা। বাংলাকে অসম্মান করার জন্য নিজেদের স্বার্থে সংবাদমাধ্যম ও কলকাতা হাইকোর্টের একাংশ এবং জমিদারদের তৈরি করা আখ্যান ভেস্তে দিয়েছে তৃণমূল।
এরপর মাদারিহাটের মানুষকে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক। ওই আসনটি বিজেপির দখলে ছিল। উপনির্বাচনে তা-ও ছিনিয়ে নিয়েছে তৃণমূল। অভিষেকের কথায়, মাদারিহাটের মানুষকে বিশেষভাবে ধন্যবাদ। আমাদের প্রথমবার সেবা করার সুযোগ দিয়েছেন আপনারা। গণতান্ত্রিকভাবে বাংলা বিরোধীদের হারিয়ে আমাদের ওপর ভরসা রাখতে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমি মাথা নত করছি। দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন মমতার এই ‘সেনাপতি’।


আরো সংবাদ



premium cement