২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পিটিআইয়ের কর্মসূচি ঘিরে ইসলামাবাদে সমাবেশ নিষিদ্ধ

-

কারাগারে আটক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের পূর্বনির্ধারিত সমাবেশের আগে রাজধানী ইসলামাবাদকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলছে সরকার। আজ রোববার পিটিআইয়ের ওই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে পাকিস্তানজুড়ে গতকাল শনিবার সন্ধ্যা থেকে মোবাইল পরিষেবাও স্থগিত হতে পারে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
ইসলামাবাদে দুই মাসের জন্য পঁচা বা তার বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ বা ১৪৪ ধারা জারি করা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বিক্ষোভকারীদের ইসলামাবাদে প্রবেশে বাধা দিতে কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ জারি করেছে। এর পরপরই ইসলামাবাদে পৌঁছেছে পুলিশ ভ্যানগুলো। বেশ কয়েকটি রাস্তায় ব্যারিকেড দিতে হাজার হাজার কনটেইনার আনা হয়েছে রাজধানীতে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ রুটগুলো রক্ষণাবেক্ষণের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে জাতীয় মহাসড়ক এবং মোটরওয়ে পুলিশ।
পিটিআইয়ের বিক্ষোভ ছাড়াও বেলারুশের প্রেসিডেন্টে আলেকজান্ডার লুকাশেঙ্কোর আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর পাকিস্তান সফরের কথা রয়েছে। সে উপলক্ষেও রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ ও রেন্সার্স মোতায়েনের পরিকল্পনা নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement