২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আইসিসির পরোয়ানায় যেসব দেশে গ্রেফতার হতে পারেন নেতানিয়াহু

-

গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালত (আইসিসি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার ফলে তারা এখন আন্তর্জাতিক বিচারব্যবস্থার কাছে পলাতক।
ইসরাইল আইসিসির এখতিয়ার স্বীকার না করলেও এবং নেতানিয়াহু ও গ্যালান্ট আত্মসমর্পণ করবেন না বলে জানালেও তাদের চলাচলের সুযোগ সঙ্কুচিত হয়ে গেছে। আইসিসি’র প্রতিষ্ঠাতা চুক্তি রোম সংবিধির আওতায় ১২৪টি দেশ রয়েছে। আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে এসব দেশ বাধ্য।
আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী জোনাথন কুটাব বলেছেন, আইন তৈরি হয় এই ধারণার ওপর ভিত্তি করে যে মানুষ তা মেনে চলবে। যারা আইন অমান্য করে, তারা নিজেরাই অপরাধ করছে। কুটাব আরো বলেন, ইসরাইলের মিত্র দেশগুলোর মধ্যে অনেকেই, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা, পরোয়ানা কার্যকরে প্রতিশ্রুতিবদ্ধ।
আইসিসি’র পরোয়ানা জারির পর নেতানিয়াহু এবং গ্যালান্ট যেসব দেশে গ্রেফতার হতে পারেন সেগুলোর তালিকায় উল্লেখযোগ্য কিছু দেশ হলো ইউরোপের ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন ও সুইডেন; এশিয়ার বাংলাদেশ, জাপান ও দক্ষিণ কোরিয়া; আফ্রিকার দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও উগান্ডা; উত্তর আমেরিকার কানাডা; দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও ব্রাজিল, ওশেনিয়ার অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড ইত্যাদি। এ তালিকায় থাকা ১২৪টি দেশ আইসিসির সদস্য হিসেবে পরোয়ানা কার্যকর করতে বাধ্য।
আইসিসির পরোয়ানা কার্যকর হলে নেতানিয়াহু ও গ্যালান্ট তাদের মিত্র দেশগুলোতেও নিরাপদে ভ্রমণ করতে পারবেন না। কুটাবের মতে, এই পরোয়ানার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধাপরাধের বিরুদ্ধে একত্রিত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আইসিসির এই পদক্ষেপ বিশ্বব্যাপী ন্যায়বিচার প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল