২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পোল্যান্ডে নতুন মার্কিন ঘাঁটি পারমাণবিক হুমকি বাড়াবে : রাশিয়া

-

পোল্যান্ডের উত্তরে যুক্তরাষ্ট্রের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি স্থাপনের পদক্ষেপ সামগ্রিকভাবে পারমাণবিক হুমকির মাত্রা বাড়াবে বলে সতর্ক করেছে রাশিয়া। তবে পোল্যান্ড বলেছে, মস্কোর হুমকি-ধমকি ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থার যৌক্তিকতাকেই কেবল আরো জোরালো করেছে।
বাল্টিক উপকূলের রেজিকোভো শহরে অবস্থিত মার্কিন বিমান প্রতিরক্ষা ঘাঁটি ন্যাটোর বৃহত্তর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থারই একটি অংশ। এ ঘাঁটি গত ১৩ নভেম্বর চালু করা হয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘এই পদক্ষেপ কৌশলগত ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তাদের উত্তর আটলান্টিক জোটের একের পর এক ঘোর অস্থিতিশীল কর্মকাণ্ডের মধ্যে আরেকটি স্পষ্ট উসকানিমূলক পদক্ষেপ।’ ‘এ পদক্ষেপ কৌশলগত স্থিতিশীলতা ক্ষুণœ করবে। কৌশলগত ঝুঁকি বাড়াবে এবং এর ফলে সামগ্রিক পারমাণবিক বিপদের মাত্রা বেড়ে যাবে।’
পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাওয়েল রনস্কি অবশ্য বলেছেন, ঘাঁটিতে কোনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র নেই এবং এটি কেবল প্রতিরক্ষার জন্য। তিনি বলেন, ‘এটি প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে তৈরি একটি ঘাঁটি, আক্রমণের জন্য নয়।’ তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাখারোভা বলেন, ‘এ ধরনের পশ্চিমা সামরিক স্থাপনাগুলোর প্রকৃতি ও হুমকির মাত্রার কথা মাথায় রেখে পোল্যান্ডের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিকে অনেক আগেই অগ্রাধিকার ভিত্তিতে যেসব লক্ষ্যবস্তু ধ্বংস করার সম্ভাবনা আছে, সেই তালিকায় যুক্ত করা হয়েছে। প্রয়োজন পড়লে এটি অত্যাধুনিক অস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করা যেতে পারে।’ ন্যাটো জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় পোল্যান্ড, রোমানিয়ার বিভিন্ন স্থান এবং স্পেনের একটি নৌঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডেস্ট্রয়ার ছাড়াও তুরস্কে একটি প্রাথমিক সতর্কীকরণ রাডার রয়েছে।


আরো সংবাদ



premium cement
যুদ্ধ বন্ধে ট্রাম্পের সাথে বসতে চান পুতিন মাদকের টাকার জন্য মাকে হত্যা! আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ভারতীয় অর্থনীতি-রাজনীতিতে যে প্রভাব ফেলবে বিচ্ছেদে খুশি নন সায়রা-রহমান কেউই! তবুও কেন হলো অস্ট্রেলিয়ায় আদিবাসীদের সাথে বর্ণবৈষম্য, আদানির বিরুদ্ধে অভিযোগ মণিপুরে আরো ১০ হাজার জওয়ান পাঠাচ্ছে ভারত সরকার এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন' সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া!

সকল