পিটিআইয়ের বিক্ষোভ ঠেকাতে কনটেইনার দিয়ে রাস্তা ব্লক
মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধের সিদ্ধান্ত সরকারের- দ্য ডন
- ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
পাকিস্তানজুড়ে আগামী ২৪ নভেম্বর বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তাদের এই বিক্ষোভ ঠেকাতে এরই মধ্যে তোড়জোড় শুরু করেছে দেশটির সরকার। গুরুত্বপূর্ণ শহরগুলোতে ঢোকার রাস্তাগুলো কনটেইনার দিয়ে বন্ধ করার প্রস্তুতি চলছে। বিক্ষোভের আগে বন্ধ হয়ে যেতে পারে মোবাইল ইন্টারনেট সেবাও।
পিটিআইয়ের ২৪ নভেম্বরের প্রতিবাদ কর্মসূচি ঘিরে রাওয়ালপিন্ডিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের ৫০টি পয়েন্ট অবরুদ্ধ করার পরিকল্পনা নেয়া হয়েছে, যাতে পিটিআই কর্মীরা রাজধানী ইসলামাবাদে প্রবেশ করতে না পারেন। পুলিশ সূত্র জানিয়েছে, ৫০টি প্রবেশপথে পণ্যবাহী কনটেইনার, ব্লেডযুক্ত তার ও কাঁটাতার দিয়ে বন্ধ করে দেয়া হবে। বিক্ষোভ ঠেকাতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও এলিট ফোর্স মোতায়েন থাকবে। কোনো অবস্থাতেই কাউকে বিক্ষোভ করার অনুমতি দেয়া হবে না। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং নাগরিকদের জানমাল রক্ষায় ‘অসাধারণ নিরাপত্তাব্যবস্থা’ নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা