গাজাযুদ্ধে ৮ শতাধিক ইসরাইলি সেনা নিহত
- জেরুসালেম পোস্ট
- ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
দক্ষিণ লেবাননে জিভ এরলিচ নামের ৭১ বছর বয়সী এক গবেষক ও দুই ইসরাইলি সেনা নিহত হয়েছেন। একই হামলায় এরলিচ এবং একজন সৈন্য নিহত হন, এতে গোলানি ব্রিগেডের একজন অফিসার গুরুতর আহত হন। এছাড়া অপর এক ঘটনায় ২২ বছর বয়সী এক সৈন্য নিহত হয়েছেন। এই দুই সৈন্যের মৃত্যুর ফলে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত আট শতাধিক ইসরাইলি সেনার মৃত্যু হলো।
বুধবার ইসরাইলি বাহিনী জানায়, ২২ বছর বয়সী এক সৈন্য দক্ষিণ লেবাননে যুদ্ধের সময় নিহত হয়েছেন। পরে আইডিএফ জানায়, গোলানি ব্রিগেডের চিফ অফ স্টাফ কর্নেল ইয়োভ ইয়ারম, ইসরাইলি ট্যুর গাইড এবং ইসরাইল ল্যান্ডের প্রতœতাত্ত্বিক বিশেষজ্ঞ ৭১ বছর বয়সী জিভ এরলিচকে একটি প্রতœতাত্ত্বিক স্থানে প্রাচীন দুর্গ পরীক্ষা করার জন্য দক্ষিণ লেবাননের পশ্চিম সেক্টরে প্রবেশের অনুমতি দেন। তবে ওই এলাকায় আগে থেকেই দুই হিজবুল্লাহ যোদ্ধা লুকিয়ে ছিল।
যোদ্ধারা এই গবেষক, ইসরাইলি সিনিয়র অফিসার এবং তাদের সাথে থাকা অন্যান্য সৈন্যদের ওপর গুলি চালায়। এ ঘটনায় জিব এবং একজন সেনা সদস্য নিহত হন। তবে ওই সেনা সদস্যের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি আইডিএফ। কর্তব্যরত সৈনিক বা সংরক্ষিত অবস্থায় না থাকা সত্ত্বেও, সশস্ত্র অবস্থায় এবং আইডিএফ ইউনিফর্মে এরলিচ দক্ষিণ লেবাননে প্রবেশ করেছিলেন। ‘গুরুতর এই ঘটনার’ তদন্ত করছে আইডিএফ।
ইতান বেন আমি নামের ২২ বছর বয়সী ইসরাইলি সার্জেন্টের মৃত্যুর বিষয়ে আইডিএফ বলছে, বুধবার ভোরে অপারেশন চলাকালীন কমান্ডোরা দক্ষিণ লেবাননের একটি গ্রামে ক্ষতিগ্রস্ত এক ভবনের মধ্য দিয়ে হাঁটছিলেন। তখন ভবনটি ধসে এই সেনার মৃত্যু হয়। পূর্বে ওই এলাকায় ইসরাইলি হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আবহাওয়ার কারণে এটি ধসে পড়েছে বলে দাবি করেছে আইডিএফ। এ ঘটনায় আহত অপর এক সেনা সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা