ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব খারিজ মার্কিন সিনেটে
- রয়টার্স
- ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
গাজায় ফিলিস্তিনিদের মারাত্মক মানটি অবসানের জন্য মার্কিন সিনেটে উত্থাপিত তিনটি প্রস্তাব বিপুল ভোটে খারিজ হয়েছে। প্রস্তাবগুলোর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলে কিছু অস্ত্রের সরবরাহ বন্ধ করা। কিন্তু বুধবার ডেমোক্র্যাটিক ককাসের কিছু সদস্য এই প্রস্তাবগুলোর পক্ষে ভোট দিলেও ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের বিরোধিতার কারণে সেগুলো পাস হয়নি।
ইসরাইলে ট্যাংকের গোলা সরবরাহ বন্ধের প্রথম প্রস্তাব ৭৯-১৮ ভোটে বাতিল হয়। দ্বিতীয় প্রস্তাব, যা মর্টার গোলা সরবরাহ বন্ধের উদ্দেশ্যে ছিল, তা ৭৮-১৯ ভোটে বাতিল হয়। আর জেডিএএমএস (জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন সিস্টেম) কিট সরবরাহ বন্ধের জন্য উত্থাপিত তৃতীয় প্রস্তাব ৮০-১৭ ভোটে বাতিল হয়। সিনেটর বার্নি স্যান্ডার্সসহ কয়েকজন ডেমোক্র্যাট প্রস্তাবগুলোতে সমর্থন দিয়েছিলেন। ইসরাইলের যুদ্ধকালীন আচরণের কঠোর সমালোচক এসব রাজনীতিবিদ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
কংগ্রেসের প্রধান দুই দলই ইসরাইলের পক্ষে থাকায় প্রস্তাবগুলো পাস হওয়ার সম্ভাবনা ছিল না। বাইডেন প্রশাসনও এই প্রস্তাবগুলোর বিরোধিতা করে জানিয়েছে, ইরানসহ অন্যান্য হুমকির মুখে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সরঞ্জাম সরবরাহ বজায় রাখা প্রয়োজন। অবশ্য প্রস্তাবগুলোর পক্ষে থাকা আইনপ্রণেতারা আশা করেছিলেন, এগুলো পাস না হলেও এক ধরনের সচেতনতা তৈরি হবে। ফলে ইসরাইল ও বাইডেন প্রশাসন ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আরো কার্যকর পদক্ষেপ নেবে। তবে মার্কিন প্রশাসনের দাবি, তারা গাজার মানবিক পরিস্থিতি উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে।
গত মাসে বাইডেন প্রশাসন গাজায় মানবিক সাহায্যের প্রবাহ বাড়াতে ইসরাইলকে ৩০ দিন সময় বেঁধে দেয়। লক্ষ্য পূরণে ব্যর্থ হলে মার্কিন সামরিক সহায়তা হ্রাস পেতে পারে বলে সতর্ক করা হয়। ৩০ দিন পার হলে প্রশাসন জানায়, গাজায় মানবিক অবস্থার ধীর হলেও অগ্রগতি করেছে ইসরাইল। তবে বিভিন্ন সাহায্য সংস্থা তাদের এই দাবির সাথে একমত নয়।
মার্কিন আইন অনুযায়ী বড় পরিমাণের বিদেশী অস্ত্র বিক্রি আটকে দেয়ার অধিকার কংগ্রেসের রয়েছে। যদিও এর আগে সদ্য উত্থাপিত প্রস্তাবগুলোর সদৃশ কিছু কখনো পাস হয়নি, সিনেটে এ ধরনের প্রস্তাব নিয়ে ভোট বাধ্যতামূলক। অতীতে এ ধরনের প্রস্তাবে উত্তপ্ত বাগি¦তণ্ডার পাশাপাশি বিভিন্ন প্রেসিডেন্টের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা