সম্পর্কোন্নয়নে চীন সৌদি ও ইরান ত্রিপক্ষীয় বৈঠক
- আরব নিউজ
- ২১ নভেম্বর ২০২৪, ০০:০০
বেইজিং চুক্তি কার্যকর ও জোরদারের লক্ষ্যে ত্রিপক্ষীয় বৈঠক করেছে সৌদি আরব, চীন এবং ইরান। এই চুক্তিটি এই তিন দেশের মধ্যে সম্পর্কোন্নয়ন ও কূটনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে চীন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বেইজিং চুক্তির আওতায় প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়নের পথ খুঁজে বের করা এবং ত্রিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করা।
এই আলোচনাগুলো আঞ্চলিক শান্তি ও অর্থনৈতিক অংশীদারত্ব ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বেইজিং চুক্তি পুরোপুরি বাস্তবায়নে সৌদি আরব ও ইরান তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এবং জাতিসঙ্ঘ সনদের আলোকে প্রতিবেশীসুলভ সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত সৌদি-চীন-ইরান একযোগে ত্রিপক্ষীয় কমিটির দ্বিতীয় সভায় এ ঘোষণা দেয়া হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।
সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আবদুল করিম এরখারেজির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী দেং লি ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাচি উপস্থিত ছিলেন। শান্তি প্রতিষ্ঠায় চীনের ইতিবাচক ভূমিকাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব ও ইরান। অন্য দিকে চীন জানায়, বিভিন্ন ক্ষেত্রে সৌদি আরব ও ইরানের সম্পর্কোন্নয়নে তারা প্রস্তুত রয়েছে। তিন দেশই সৌদি-ইরান সম্পর্কে সহযোগিতামূলক অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে এবং সব পর্যায়ে সরাসরি যোগাযোগের ওপর জোর দেয় এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে।
এ সময় কনসুলার সার্ভিসের অগ্রগতির কথা উল্লেখ করে তারা জানিয়েছেন, এর ফলে ২০২৪ সালে ৮৭ হাজারের বেশি ইরানের নাগরিক হজ করেছেন, ৫২ হাজারের বেশি বাসিন্দা ওমরাহ পালন করেছেন। তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালার আলোকে ইয়েমেনে ব্যাপকভিত্তিতে রাজনৈতিক সমাধানের প্রতি তাদের সর্বাত্মক সমর্থনের কথাও ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা