২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফিলিপাইনে সুপার টাইফুনে ৮ জনের মৃত্যু

সুপার টাইফুন ম্যান-ই আঘাতে কাতান্ডুয়ানেস প্রদেশের পাঙ্গানিবান শহরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি : ইন্টারনেট -

ফিলিপাইনে সুপারটাইফুন মান-ইর প্রভাবে ভূমিধসে আটজন নিহত হয়েছে। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এক মাসের কম সময়ের মধ্যে ফিলিপাইনে এ নিয়ে ছয়টি বড় ধরনের ঝড় আঘাত হানল। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, উত্তরাঞ্চলীয় নুয়েভা একিজা প্রদেশে শক্তিশালী ঝড়ের প্রভাবে ভূমিধস আঘাত হেনেছে। এতে আটজন নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মারকোস বলেছেন, যতটা আশঙ্কা করা হয়েছিল এই ঘূর্ণিঝড় ততটা আগ্রাসী হয়নি। স্থানীয় সময় শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে শক্তিশালী টাইফুনটি কাটানডুয়ানেস দ্বীপে আছড়ে পড়ে। এ সময় বাতাসের স্থায়ী গতি ছিল ১৯৫ কিলোমিটার (১২১ মাইল)।

 


আরো সংবাদ



premium cement