গাজা নিয়ে জাতিসঙ্ঘের খসড়া প্রস্তাবে রাশিয়ার সমর্থন
- তাস
- ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০
জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে আনা গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে সমর্থন করেছে রাশিয়া। এই প্রস্তাবের পক্ষে সবাইকে ভোট দেয়ার জন্যও আহ্বান জানিয়েছে দেশটি। জাতিসঙ্ঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। গাজার মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ভ্যাসিলি নেবেনজয়া বলেন, নিরাপত্তা পরিষদকে অবশ্যই ধ্বংসাত্মক যুদ্ধ পরিস্থিতি থেকে গাজাকে বের করে আনতে হবে। গত কয়েক মাস ধরে ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকেও ধন্যবাদ জানা তিনি।
রাশিয়ার প্রতিনিধি বলেন, এখন কাজ করার সময়। ঠিক এই কারণেই জাতিসঙ্ঘের ১০ অস্থায়ী সদস্যের প্রস্তুত করা গাজা সংক্রান্ত খসড়া রেজুলিউশনকে পূর্ণ সমর্থন করেছে রাশিয়া। এই খসড়ায় স্থায়ী যুদ্ধবিরতি এবং সব জিম্মিকে নিঃশর্ত মুক্তির সরাসরি দাবি করা হয়েছে। কোনো সংশোধন ছাড়াই এটিকে ভোটে দেয়ার এ আহ্বান জানিয়েছে ভ্যাসিলি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা