কুরস্কে ৫০ হাজার রুশ সেনাকে প্রতিরোধের দাবি জেলেনস্কির
- বিবিসি
- ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনার চলমান অভিযানে প্রায় ৫০ হাজার রুশ সেনাকে সেখানে ঠেকিয়ে রাখা গেছে। দৈনিক ভিডিওবার্তায় এ দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, কুরস্ক অভিযানের কারণে ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ার হামলা চালানোর ক্ষমতা হ্রাস পেয়েছে। দীর্ঘদিন ধরে এই লক্ষ্যেই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। অলাভজনক মার্কিন সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার তাদের এক রিপোর্টে দাবি করেছে, কুরস্ক অভিযানের শুরুতে সেখানে ১১ হাজার রুশ সেনা অবস্থান করছিল।
তবে নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে, ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার না করেই কুরস্কে সৈন্য সংখ্যা বৃদ্ধি করতে পেরেছে মস্কো। খবরে আরো বলা হয়, উত্তর কোরীয় সেনাদেরও কুরস্কে মোতায়েন করা হচ্ছে ও রাশিয়া সেখানে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। জেলেনস্কি বলেছেন, সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি সোমবার কুরস্কে ইউক্রেনীয় ইউনিটগুলোর একটি পরিদর্শন করেন। তিনি দাবি করেছেন, ইউক্রেনের সেনারা প্রায় ৫০,০০০ রুশ সেনাকে ঠেকিয়ে রাখছে। তাই, কুরস্ক অভিযানের কারণে আমাদের ভূখণ্ডে হামলার জন্য তারা অগ্রসর হতে পারছে না।
জেনারেল সিরস্কি এক বিবৃতিতে বলেছেন, কুরস্কে ইউক্রেনীয় সেনাদের উপস্থিতি না থাকলে রাশিয়ার সেরা আক্রমণকারী ইউনিটের হাজার হাজার সদস্য ডোনেস্কে হামলা চালাতো। দনেস্কে সংঘর্ষ এখনো তীব্রতর হচ্ছে। সোমবার ডোনেস্কের কুরাখোভ শহরের কাছে একটি বাঁধ ক্ষতিগ্রস্ত করার জন্য দু’পক্ষই পাল্টাপাল্টি দোষারোপ করছে। এই অঞ্চল হয়ে রুশ সেনারা ধীরে ধীরে পোকরভস্ক শহরের দিকে এগিয়ে যাচ্ছে। ইউক্রেনীয় বাহিনীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র। নিউ ইয়র্ক টাইমস জানায়, কুরস্কে পাল্টা হামলা চালাতে প্রস্তুত রুশ ও উত্তর কোরীয় সেনার সংখ্যা প্রায় ৫০ হাজার।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের দাবি, ১০ হাজারের বেশি উত্তর কোরিয়ার সৈন্য রাশিয়ায় পাঠানো হয়েছে। মস্কো অবশ্য কুরস্কে উত্তর কোরীয় সেনার উপস্থিতি সম্পর্কে কোনো মন্তব্য করেনি। সম্প্রতি উত্তর কোরিয়া ঘোষণা করেছে, দেশটির নেতা কিম জং উন রাশিয়ার সাথে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে।