১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নির্বাচনে হারের পর প্রথমবার একসাথে জনসমক্ষে বাইডেন ও কমলা

ভার্জিনিয়া রাজ্যের আর্লিংটনের একটি জাতীয় সমাধিক্ষেত্রে সৈনিকদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বাইডেন ও কমলা : ইন্টারনেট -

মার্কিন নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হওয়ার পর প্রথমবার একসাথে জনসমক্ষে উপস্থিত হলেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সোমবার মার্কিন সামরিক বাহিনীতে এক সময় কর্মরত অভিজ্ঞ ও প্রবীণদের সম্মান জানিয়েছেন তারা। ভার্জিনিয়া রাজ্যের আর্লিংটনে অবস্থিত একটি জাতীয় সমাধিক্ষেত্রে অজ্ঞাত সৈনিকদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বাইডেন ও কমলা। শোক ও শ্রদ্ধার প্রতীক হিসেবে অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের সময় তিনি ক্রুশ চিহ্ন আঁকেন বাইডেন।
এ সময় তিনি বলেন, সক্রিয় থাকুক বা না থাকুক-জাতীয় বীর সেনাদের যতœ নেয়া আমাদের পবিত্র দায়িত্ব। কমান্ডার ইন চিফ হিসেবে শেষবারের মতো এই অনুষ্ঠানে অংশ নিলেন তিনি। পরাজিত হলেও অনুষ্ঠানে কমলা হ্যারিসকে কিছু উপস্থিত দর্শক দাঁড়িয়ে অভিনন্দন জানান। যদিও ৫ নভেম্বরের নির্বাচনে হ্যারিসের পরাজয় এবং উভয় কক্ষে রিপাবলিকানদের বিজয়ের সম্ভাবনা ডেমোক্র্যাটিক পার্টিকে জাতীয় রাজনীতিতে দুর্বল অবস্থানে রেখেছে। ফার্স্ট লেডি জিল বাইডেন এবং স্বামী ডগ এমহফের মাঝখানে বসেছিলেন কমলা। অনুষ্ঠান শুরু হওয়ার আগে তিনি সংক্ষিপ্তভাবে অন্যদের শুভেচ্ছা জানান।
মার্কিন ভেটেরান অ্যাফেয়ার্স সেক্রেটারি ডেনিস ম্যাকডনফ, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হ্যারিস গত সপ্তাহে ট্রাম্পের কাছে পরাজয় স্বীকার করেছেন। তবে তিনি তার প্রচারণার মূল কারণগুলো নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বাইডেন এবং ট্রাম্প ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন। বুধবার বাইডেন এবং ট্রাম্প হোয়াইট হাউজে সাক্ষাৎ করবেন।


আরো সংবাদ



premium cement
গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর বাতাসে কদবেলের ঘ্রাণ! জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে অভিজ্ঞতা বর্ণনা করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের লাভ? মন্ত্রিসভায় চীন-পাকিস্তানবিরোধী ব্যক্তিরা! লড়াই করেও ভারতের কাছে হেরে গেল দ. আফ্রিকা

সকল