১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে তালেবান প্রতিনিধিদের আমন্ত্রণ

২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর এই প্রথম জলবায়ু সম্মেলনে উপস্থিতি
-

আজারবাইজানের রাজধানী বাকুতে আজ সোমবার থেকে শুরু হতে যাওয়া জাতিসঙ্ঘের গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলনে (কপ-২৯) উপস্থিত থাকবেন আফগানিস্তানের তালেবান প্রশাসনের কর্মকর্তারা। রোববার আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। ১১ থেকে ২২ নভেম্বর বাকুতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আফগানিস্তানের সাবেক বিদ্রোহীরা ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে এই প্রথমবারের মতো জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে উপস্থিত থাকছেন। ২০ বছর ধরে ন্যাটো সমর্থিত বাহিনীগুলোর সাথে লড়াই করার পর ওই বছর কাবুল দখল করে তারা।
তারপর থেকে বাকুর কপ-২৯ জলবায়ু সম্মেলন হবে তালেবান প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিত হওয়া বহুপক্ষীয় অনুষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ পর্যায়ের। জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের আফগানিস্তানের আসনটিতে তালেবান সরকারকে বসার অনুমতি দেয়নি। এর পাশাপাশি জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্রগুলো আফগানিস্তানের বর্তমান সরকারকে অনুষ্ঠানিক স্বীকৃতিও দেয়নি। নারী শিক্ষা এবং তাদের চলাফেরার স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপকে এর মূল কারণ হিসেবে দেখা হয়। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি জানিয়েছেন, কপ সম্মেলনে যোগ দিতে ন্যাশনাল এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির কর্মকর্তারা আজারবাইজান গেছেন।


আরো সংবাদ



premium cement