০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`
হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইলি সেনা নিহত

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪০

লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেকে ইসরাইলি বিমান হামলার জায়গায় আগুন নেভানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা : ইন্টারনেট -

লেবাননে পূর্বাঞ্চলীয় বালবেক ও বেকা উপত্যকা এলাকায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার এসব হামলার পর সন্ধ্যায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে আরো বিমান হামলা চালানো হয়েছে। মন্ত্রণালয়টির তথ্য অনুযায়ী, বালবেক ও বেকা উপত্যকায় ইসরাইলি হামলায় ৪০ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেনে। তবে ইসরাইলি সামরিক বাহিনী এসব হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশের শহরতলিতে দেশটির প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে বারবার হামলা চালিয়েছে ইসরাইল। বুধবার ইসরাইলি সামরিক বাহিনী নগরীর ওই অংশের কয়েকটি এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। এরপর বুধবার রাতে একবার ও বৃহস্পতিবারে শুরুতে আরেকবার সেখানে ব্যাপক বোমাবর্ষণ করে।
লেবাননের আল জাদিদ টেলিভিশনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার আরো অন্তত চারবার বিমান হামলা চালানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর বা কোথায় আঘাত হানা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। গত এক বছরে লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এদের বেশির ভাগ নিহত হয়েছেন গত ছয় সপ্তাহে।
বুধবার হিজবুল্লাহ জানায়, তারা ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরাইলি গণমাধ্যম নিশ্চিত করে জানিয়েছে, ওই বিমানবন্দরের কাছে একটি ক্ষেপণাস্ত্র পড়েছে। পরে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, কয়েক ডজন রকেট লেবানন থেকে ইসরাইলে প্রবেশ করেছে, যার কয়েকটি প্রতিহত করেছে তারা। এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার ইসরাইল কাটজকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। কাটজ হিজবুল্লাহকে পরাজিত করার অঙ্গীকার করেছেন।
ইসরাইলের সেনা নিহত
ইসরাইলের উত্তরাঞ্চলে বুধবার হিজবুল্লাহ ভয়াবহ রকেট হামলায় এক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী আইডিএফ। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ওই ইসরাইলি সেনার নাম সার্জেন্ট এরিয়েল সসনোভ (২০)। তাকে জেরুসালেম থেকে এনে ইসরাইলের উত্তরাঞ্চলীয় সীমান্তে আভিভিম নামক এলাকায় নিয়োজিত ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে নিযুক্ত করা হয়েছে।
বুধবার আভিভিমের সীমান্ত এলাকায় লেবানন থেকে ৫০টিরও বেশি রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। খবর টাইমস অব ইসরাইলের। এর একটির আঘাতেই সাসোনভ নামের ওই সেনা নিহত হন। হামলায় আরো তিন ইসরাইলি সেনা আহত হয়েছেন। হিসবুল্লাহর ছোড়া রকেটে কেফির ব্রিগেডের নাহশোন ব্যাটালিয়নের এক পদাতিক সদস্যও বুধবার উত্তর গাজায় গুরুতর আহত হয়েছেন এবং পরে তাকে একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।


আরো সংবাদ



premium cement