০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

পরাজয় মেনে নিলেও লড়াই জারি রাখার প্রত্যয় কমলার

-

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর ডেমোক্র্যাট দলের প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পরাজয় স্বীকার করে আবেগময় এক ভাষণ দিয়েছেন। বুধবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বিকেলে তার নিজের বিশ্ববিদ্যালয় হাওয়ার্ডের সিঁড়ি মঞ্চে দাঁড়িয়ে এই ভাষণ দেন তিনি। জোর করতালির মধ্যে মঞ্চে উঠে কিছুক্ষণ সমর্থকদের দিকে উজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে ছিলেন কমলা। ব্যাকগ্রাউন্ডে বাজছিল শিল্পী বিয়ন্সের গান- ফ্রিডম।
ভাষণের শুরুতেই কমলা বলেন, ‘আমার হৃদয় আজ পরিপূর্ণ,’ বেশ আবেঘন হয়ে কমলা তার বক্তৃতা শুরু করেন। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কমলা বলেন, ‘আমি জানি ফল আশানুরূপ হয়নি। কিন্তু আপনারা যে আমার ওপর আস্থা রেখেছেন তার জন্য কৃতজ্ঞতা, আর আমার দেশের জন্য অফুরন্ত ভালোবাসা।’ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়ে ‘হতাশাজনক’ পরাজয় স্বীকার করেন কমলা। তবে লড়াই জারি থাকবে বলেও সমর্থকদের প্রতিশ্রুতি দেন।
কমলা জানান, ‘আজ সকালে আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেছি এবং জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। আমি তাকে এটাও বলেছি যে, আমরা তাকে ও তার দলকে ক্ষমতা হস্তান্তরে সর্বাত্মক সহযোগিতা করব।’ ভাষণের এক পর্যায়ে তিনি সমর্থকদের আমেরিকার উজ্জ্বল ভবিষ্যতের জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। কমলা তার পরিবারকে ধন্যবাদ জানান। বিশেষ করে তার স্বামীর কথা উল্লেখ করেন।
পাশাপাশি জিল এবং জো বাইডেন এবং তার রানিং মেট টিম ওয়ালজকে ধন্যবাদ জানান। তিনি তার দল, স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তারা এই নির্বাচনের পিছনে অক্লান্ত শ্রম দিয়েছেন। তিনি ভোটকর্মী এবং স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। কমলা বলেন, ‘আমি জানি সবার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে। তবে, আমাদের অবশ্যই এই নির্বাচনের ফলাফল মেনে নিতে হবে।’
জনগণের উদ্দেশে কমলা বলেন, ‘গণতন্ত্রের একটি মৌলিক নীতি হলো ফলাফল মেনে নেয়া। আর এখানেই গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের পার্থক্য।’ কমলা সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা যে শেষ পর্যন্ত লড়েছেন এর জন্যই আমি এতটা আত্মবিশ্বাসের সাথে নির্বাচন করতে সক্ষম হয়েছি। বিবিসি জানিয়েছে, এবার কমলার প্রচারণার মূল উদ্দেশ্য ছিল কমিউনিটি তৈরি এবং জোট গঠন। সবার ঐক্যবদ্ধ মনোভাব দেখে তিনি ‘গর্বিত’ বলে জানিয়েছেন। কারণ তিনি ও তার দল ‘সমর্থকদের জন্যই সফলভাবে’ নির্বাচন চালিয়ে যেতে পেরেছেন।


আরো সংবাদ



premium cement