পূর্ব ইউক্রেনের দু’টি গ্রাম দখলের দাবি রাশিয়ার
- এএফপি
- ০৮ নভেম্বর ২০২৪, ০০:০৫
ইউক্রেনের দনেস্ক অঞ্চলের দু’টি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। মন্ত্রণালয় জানায়, বুধবার রাশিয়ান বাহিনী চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের দনেস্ক অঞ্চলে দু’টি গ্রাম দখলের দাবি করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দক্ষিণ ও পূর্ব অঞ্চলে মোতায়েন করা রাশিয়ান বাহিনী এক অভিযানের পর দোনেস্ক অঞ্চলের আন্তোনিভকা ও মাকসিমিভকা গ্রাম দখলে নিয়েছে।
বিবৃতিতে আরো জানানো হয়, রাশিয়ান বাহিনী দোনেস্কের অঞ্চলগুলোতে কৌশলগত অগ্রগতি নিশ্চিত করেছে। এ ছাড়াও পশ্চিমা সরবরাহকৃত অস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করেছে বলেও জানা গেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের ৬৪৮টি বিমান,২৮৩টি হেলিকপ্টার, ৩৫ হাজার ২৯৮টি ড্রোন, ৫৮৫ বিমান প্রতিরক্ষা, ১৯ হাজার ৬৩টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাঁজোয়া যুদ্ধ যানসহ এক হাজার ৪৮৪টি রকেট লঞ্চার, ১৭ হাজার ৩৬৮টি ফিল্ড আর্টিলারি, বিশেষ সামরিক যান এবং ৮০ সামরিক যান ধ্বংস করা হয়েছে বলেও আরেকটি বিবৃতিতে জানানো হয়।
কিয়েভে ড্রোন হামলা :
ইউক্রেনের রাজধানী কিয়েভের হলোসিভস্কি এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ হামলা হয় বলে জানিয়েছে কিয়েভের সামরিক কর্তৃপক্ষ। তবে এ হামলায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এর আগে গতকাল বুধবার দিবাগত মধ্যরাতের পর থেকে ইউক্রেনের রাজধানীতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা