ব্রিটেনে স্কুল, হাসপাতাল ও খেলার মাঠের বাইরে নিষিদ্ধ হচ্ছে ধূমপান
- রয়টার্স
- ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
ব্রিটেনে স্কুল, হাসপাতাল ও খেলার মাঠের বাইরে খোলা স্থানে ধূমপান নিষিদ্ধের পরিকল্পনা করছে দেশটির সরকার। রাষ্ট্র পরিচালিত স্বাস্থ্যসেবা ব্যবস্থার (ন্যাশনাল হেলথ সার্ভিস) ওপর চাপ কমানোসহ করদাতাদের খরচ লাঘবের উপায় হিসেবে যুক্তরাজ্য সরকার এমন পরিকল্পনা করছে। গতকাল মঙ্গলবার ব্রিটেনের পার্লামেন্টে এ-সংক্রান্ত ‘টোব্যাকো অ্যান্ড ভেপস বিল’ উত্থাপন করবে ব্রিটেন সরকার।
পার্লামেন্টে উপস্থাপিত হতে যাওয়া এই বিলে কম বয়সীদের ধূমপান নিষিদ্ধ করাসহ বিশ্বের কঠোরতর কিছু ধূমপানবিরোধী বিধিনিষেধ থাকছে। তবে আতিথেয়তা শিল্পের (হসপিটালিটি ইন্ডাস্ট্রি) ওপর প্রভাব পড়বে বলে উদ্বেগ প্রকাশের পরে সরকার পানশালা ও ক্যাফের বাইরে ধূমপান নিষিদ্ধ করার পরিকল্পনা বাদ দিয়েছে।
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এক বিবৃতিতে বলেছেন, মানুষকে সুস্থ থাকতে সাহায্য করার জন্য তারা যদি পদক্ষেপ না নেন, তাহলে ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) রোগীদের ক্রমবর্ধমান ভিড় সামলাতে হিমশিম খাবে, সর্বস্বান্ত হবে। ঐতিহাসিক এই বিল হাজারো মানুষের জীবন বাঁচাবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত আগস্টে বলেছিলেন, পানশালা বাগানের (পাব গার্ডেন) মতো বাইরের খোলা স্থানগুলোতে ধূমপান নিষিদ্ধ করার ধারণাটিকে তিনি সমর্থন করেন।
তবে ব্রিটিশ বিয়ার অ্যান্ড পাব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরিকল্পনাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে বর্ণনা করা হয়। তারা বলে, এমনিতেই ক্রমবর্ধমান খরচ সামলাতে এই খাতের প্রতিষ্ঠানগুলোকে হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় এমন পরিকল্পনা বাস্তবায়িত হলে তার প্রভাব ‘খুবই মারাত্মক’ হবে। গত সেপ্টেম্বরে ইউগভ পরিচালিত এক জরিপে দেখা যায়, যুক্তরাজ্যের তিন-চতুর্থাংশের বেশি মানুষ হাসপাতালের বাইরের স্থানে ধূমপান নিষিদ্ধ করাকে সমর্থন করেন।