০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হলে নমনীয় হওয়ার ইঙ্গিত ইরানের

হামলার পরিকল্পনা ‘চূড়ান্ত’, সময় ও ক্ষণ নিয়ে আলোচনা চলছে
মাসুদ পেজেশকিয়ান -


ইসরাইলের সাথে ইরানের মিত্রদের যুদ্ধবিরতি নিশ্চিত হলে তেল আবিবের প্রতি নমনীয়তা দেখাতে পারে তেহরান। রোববার এক বক্তব্যে এ কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আইআরএনএ প্রেসিডেন্টকে উদ্ধৃত করে বলেছে, ‘যদি ইসরাইলি তাদের আচরণ পুনর্বিবেচনা করে, একটি যুদ্ধবিরতি মেনে নেয় ও গণহত্যা বন্ধ করে, তবে আমাদের প্রতিক্রিয়ার তীব্রতা প্রশমিত হতে পারে।’ তবে তিনি সতর্ক করেছেন, ইরান তার সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে কোনো আগ্রাসনের সমুচিত জবাব দিতে পিছপা হবে না।
গত ১ অক্টোবর ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর জবাবে ২৬ অক্টোবর ইরানের সংবেদনশীল স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ওই হামলার পর ইরান হুমকি দিয়ে বলে, সব হাতিয়ার নিয়ে তারা যথাযথ ব্যবস্থা নিতে প্রস্তুত আছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার বলেছেন, তারা অবশ্যই প্রতিশোধ নেবেন। তেহরানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তৃতায় তিনি বলেছেন, মার্কিন প্রশাসন ও ইসরাইলি শাসকগোষ্ঠীর বোঝা উচিত, ইরান ও ইরানি মানুষদের বিরুদ্ধে তারা যা করেছে, এর দাঁত ভাঙা জবাব দেয়া হবে।

হামলার পরিকল্পনা চূড়ান্ত
এ দিকে ইসরাইলের বিমান হামলার জবাবে দখলদার দেশটিতে পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইরান। এখন হামলার সময় ও ক্ষণ নিয়ে আলোচনা চলছে। ইসলামিক রেভলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার ও আইনপ্রণেতা ইসমাইল কাউসারি এই তথ্য জানিয়েছেন। গত কয়েক মাসে ইরান ও ইসরাইল পরস্পরের ওপর একাধিকবার হামলা চালিয়েছে। সর্বশেষ গত ২৬ অক্টোবর ইরানে হামলা চালায় ইসরাইল। দখলদার দেশটির হামলায় তেহরানসহ ইরানের কয়েকটি প্রদেশের সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এই হামলায় ইসরাইলি বাহিনী শতাধিক যুদ্ধবিমান ব্যবহার করে।
হামলার পর ইসরাইলের পক্ষ থেকে পাল্টা হামলা না চালাতে ইরানকে হুঁশিয়ারি দেয়া হয়। ইসরাইলের মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও ইরানকে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানায়। তবে ইরান এই হামলা জবাব দেয়ার অধিকার রাখে বলে আগেই ঘোষণা দিয়েছে। এ ছাড়া সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলে হামলা চালানোর জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন।
নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইরান ইসরাইলে হামলা চালাতে পারে বলে ইসরাইলি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। ইসরাইলের দু’টি সূত্রের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছিল, কয়েক দিন আগেই ইসরাইল ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানে যে হামলা চালিয়েছিল তেহরান আগামী কয়েক দিনের মধ্যেই এর জবাবে পাল্টা হামলা চালাতে পারে ইসরাইলে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ করেননি ইসরাইলি গোয়েন্দা সংস্থার ওই দুই কর্মকর্তা।

এমন অবস্থার মধ্যে ইসরাইলে ইরানের হামলা চালানোর চূড়ান্ত পরিকল্পনার কথা জানিয়ে সংবাদ প্রকাশ করল তেহরান টাইমস। ইরানের আইনপ্রণেতা এবং সংসদের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ইসমাইল কাউসারি ইরানি গণমাধ্যমকে বলেছেন, পাল্টা হামলার বিশদ বিবরণ সামরিক নেতাদের কাছে জমা দেয়া হয়েছে। তারা এখন আক্রমণের সময় ও ক্ষণ নির্ধারণ করবেন। কাওসারি আরো বলেন, দেশের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রায় সব সদস্যই একমত যে ইরানের উচিত জায়নবাদী ইসরাইলি শাসকদের একটা যথার্থ জবাব দেয়া। তার কথায়, ‘ইসরাইলের সর্বশেষ নৃশংসতার জবাব দেয়া আমাদের আইনি অধিকার। আমরা অবশ্যই এই অধিকার ব্যবহার করব।’


আরো সংবাদ



premium cement