০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

ইসরাইলে হামলার প্রস্তুতির নির্দেশ খামেনির

ইসরাইলে হামলার প্রস্তুতির নির্দেশ খামেনির -

- ইরাকি ভূখণ্ড থেকে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান, দাবি ইসরাইলের
- ইসরাইলে সম্ভাব্য ইরানি হামলার খবরে ফের বাড়ল তেলের দাম

এবার ইসরাইলের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক হামলার’ প্রস্তুতি নেয়ার নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গাজা ও লেবাননে সঙ্ঘাতসহ নানা ইস্যুতে ইসরাইলের ওপর চরম ক্ষুব্ধ ইরান। দু’পক্ষের মধ্যে এরই মধ্যে ঘটে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এ-সংক্রান্ত এক খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তাদের বরাত দিয়ে আরেক সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল বৃহস্পতিবার জানিয়েছে, ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান।
তবে অন্য কিছু গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বলছে, মার্কিন নির্বাচনের আগেই ইসরাইলে হামলা চালাতে পারে ইরান। তেহরানের যুদ্ধ পরিকল্পনার সাথে সম্পৃক্ত তিনজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলেছে, ইসরাইলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানার পর সর্বোচ্চ নেতা খামেনি গত সোমবার তার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে পরিকল্পনার (হামলার) নির্দেশ দিয়েছেন। ইরানের সামরিক কর্মকর্তারা ইসরাইলি সামরিক লক্ষ্যবস্তুর সম্ভাব্য তালিকা তৈরি করছেন বলেও খবরে উল্লেখ করা হয়েছে।
তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও প্রতিরক্ষা ব্যবস্থায় হামলার বিশদ বিবরণ ও ক্ষয়ক্ষতির খবর পর্যালোচনা করার পরে আয়াতুল্লাহ তার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তিনি তার জেনারেলদের বলেছেন, ইহুদিবাদীদের হামলায় আমরা প্রতিক্রিয়াহীন থাকতে পারি না। আমাদের প্রতিক্রিয়ার অভাব মানে ইসরাইলের কাছে পরাজয় স্বীকার করা। ইরানের মিডিয়া অনুযায়ী, দেশটির বিপ্লবী গার্ড কর্পসের ডেপুটি কমান্ডার জেনারেল আলি ফাদাভি বলেছেন, ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া নিশ্চিত। ৪০ বছরে আমরা কখনোই কোনো আগ্রাসনকে উত্তরহীন রাখিনি। আমরা একটি অভিযানের মাধ্যমেই ইহুদিবাদীদের যা যা আছে, তা সব ধ্বংস করতে সক্ষম।
এর আগে বুধবার একটি উচ্চপদস্থ সূত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইরানের ওপর ইসরাইলের সাম্প্রতিক আক্রমণের একটি ভয়াবহ প্রতিক্রিয়া দেখা যাবে, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ঘটতে পারে। ইরান কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট ওই সূত্র সিএনএনকে বলেছে, ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হবে ‘সুনির্দিষ্ট’ ও ‘বেদনাদায়ক’। হামলার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করলেও সূত্রের মতে, ‘এটি সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন ঘটবে।’
ইরাক থেকে হামলার প্রস্তুতি :
ইসরাইলের হামলার জবাব দিতে ইরান প্রতিবেশী ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে পারে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ইসরাইলি গোয়েন্দা সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক দু’টি সূত্রের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগেই ইরানের পাল্টা হামলার শঙ্কা করছেন তারা। রয়টার্স জানায়, ইরাক থেকে বিপুল সংখ্যক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়বে বলে ধারণা করছে তারা। প্রতিবেদনে বলা হয়, কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর ইসরাইল আরেকবার হামলা চালানোর সুযোগ পাক, সেটি এ মুহূর্তে তেহরান চাইছে না।
১ অক্টোবর ইরান ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে হামলা চালিয়েছিল। ওই হামলার জবাব দিতে ২৬ অক্টোবর ভোররাতে ইরানে পাল্টা হামলা চালায় ইসরাইল। ইসরাইলের দাবি, তারা প্রায় ১০০ যুদ্ধবিমান ব্যবহার করে তেহরানের আশপাশে ও ইরানের পশ্চিমাঞ্চলীয় দু’টি প্রদেশের সামরিক লক্ষ্যস্থলগুলোতে ‘সুনির্দিষ্ট’ হামলা চালিয়েছে।
বাড়ল তেলের দাম :
বিশ্ববাজারে আবারো বাড়ল জ্বালানি তেলের দাম। আগামী দিনগুলোতে ইরাকি ভূখণ্ড ব্যবহার করে ইরান ইসরাইলের ওপর প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছে- এমন খবর প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তেলের মূল্য বৃদ্ধি পেল। সাপ্তাহিক লোকসান কমাতে গতকাল শুক্রবার তেলের দাম ১ শতাংশেরও বেশি বাড়ানো হয়েছে, যা ব্যারেল প্রতি ১ ডলারেরও বেশি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেল প্রতি ১ দশমিক ৩৯ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে।
এর পূর্ব মূল্য ছিল ব্যারেল প্রতি ৭৪ দশমিক ২০ ডলার। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৪৪ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭০ দশমিক ৭০ ডলার হয়েছে। তেলের চাহিদা ও ক্রমবর্ধমান সরবরাহ নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে বুধবার বিষয়টির সাথে পরিচিত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ওপেক+ ডিসেম্বরের পরিকল্পিত তেল উৎপাদন এক মাস বা তারও বেশি সময় বিলম্বিত করতে পারে এ ঘোষণা দেয়ার পর তেলের দাম বাড়বে বলে প্রত্যাশা ছিল।
সূত্রদের মধ্যে দু’জন বলেছেন, এ বিষয়ে আগামী সপ্তাহের প্রথম দিকে একটি সিদ্ধান্ত নেয়া হতে পারে। তেলের মূল্য বৃদ্ধির কারণে সাপ্তাহিক লোকসান ১ শতাংশেরও বেশি হতে পারে। ২৬ অক্টোবর ইরানের সামরিক বাহিনীর ওপর ইসরাইলি হামলার পর, সোমবার তেলের মূল্যে ৬ শতাংশ পতন ঘটেছিল। বিশ্লেষকরা বলেছেন, ইরান ও রাশিয়াকে নিয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিন্ন মতামত রয়েছ, যা তেল উৎপাদনকারীদের বিষয়ে মার্কিন নীতিতে পরিবর্তন আনতে পারে।


আরো সংবাদ



premium cement
‘ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ শিগগিরই শুরু করা হবে’ নরসিংদীতে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই নাব্যতা সঙ্কটে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ জাপানে ভারী বৃষ্টির কারণে ২ লাখ মানুষকে সরে যাওয়ার আহ্বান সাভারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত যুক্তরাষ্ট্রে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান ৪৭তম বিসিএসের কোটার সংখ্যা নিয়ে যা জানা যাচ্ছে প্রধান উপদেষ্টা নারী ফুটবলারদের সমস্যার কথা শুনেছেন : আসিফ মাহমুদ পূর্ব লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৫২ শামীম ওসমানের ‘সহচর’ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি লিটন গ্রেফতার স্টেইন নাকি হ্যারিস : মার্কিন নির্বাচনে মুসলিমরা কাকে ভোট দেবে

সকল