০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

ধর্মঘট অবসানে বোয়িংয়ের নতুন প্রস্তাব, ভোট সোমবার

-

যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের নতুন প্রস্তাবের ওপর ভোট দিতে প্রস্তুত আন্দোলনকারী, যাতে আগামী চার বছরে ৩৮ শতাংশ বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। ৩০ হাজারেরও বেশি আন্দোলনকারী শ্রমিকের প্রতিনিধিত্বকারী ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেশিনিস্ট অ্যান্ড অ্যারোস্পেস ওয়ার্কার্স (আইএএম) ইউনিয়ন এই প্রস্তাবকে সমর্থন করে বলেছে, এ বিষয়ে সদস্যরা সোমবার ব্যালটের মাধ্যমে রায় দেবেন। গত ১৩ সেপ্টেম্বর থেকে ধর্মঘটের কারণে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং কোম্পানির সঙ্কট আরো গভীর হয়।
এর আগে ইউনিয়নের তরফে ৪০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানানো হয়েছিল। শ্রমিকরা ৩৫ শতাংশ বেতন বৃদ্ধির সবশেষ প্রস্তাবসহ দু’টি প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছেন। নতুন করে বেতন বৃদ্ধির যে প্রস্তাব দেয়া হয়েছে তাতে শ্রমিকদের জন্য ১২ হাজার ডলার বোনাসের কথা বলা হয়েছে। আগে শ্রমিকরা সাত হাজার ডলার বোনাস পেতেন। আইএএমের সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, ‘এসব অর্জন আমাদের সদস্যদের গ্রহণ করার এবং আত্মবিশ্বাসের সাথে বিজয় ঘোষণা করার সময় এসেছে। আমরা মনে করি যে, আমরা যত সাফল্য অর্জন করেছি, তাতে সদস্যদের আরো সময় ধর্মঘটে থাকতে বলা ঠিক হবে না।’
বোয়িং জানিয়েছে, নতুন প্রস্তাবের ফলে আগামী চার বছরে গড় বার্ষিক বেতন এক লাখ ১৯ হাজার ৩০৯ ডলারে উন্নীত হবে। এক বিবৃতিতে কোম্পানির তরফে বলা হয়, ‘উন্নত প্রস্তাব সম্পর্কে আরো জানতে এবং ৪ নভেম্বর সোমবার ভোট দিতে আমরা আমাদের সব কর্মীকে উৎসাহিত করছি।’ নতুন প্রস্তাবে কর্মীদের অবসর সুবিধাতেও পরিবর্তন আনা হয়েছে। বিবিসি লিখেছে, নতুন প্রস্তাব ঘোষণার পর নিউ ইয়র্কে বোয়িংয়ের শেয়ারের দাম বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ।
বোয়িং এক দিনে ধর্মঘটের অবসানের যেমন চেষ্টা চালিয়ে যাচ্ছে, তেমনই নতুন অর্থ পাওয়ার চেষ্টায় আছে। গত সপ্তাহে কোম্পানির বাণিজ্যিক উড়োজাহাজ ব্যবসা বিভাগ জানিয়েছে, সেপ্টেম্বর নাগাদ তিন মাসে চার বিলিয়ন ডলার পরিচালন লোকসান গুনতে হয়েছে। দুই হাজার কোটি ডলারের বেশি অর্থ সংগ্রহ করতে চলতি সপ্তাহের শুরুতে শেয়ার বিক্রি শুরু করেছে কোম্পানিটি। বিবিসি লিখেছে, ধর্মঘট দীর্ঘায়িত হওয়ায় বোয়িংয়ের ক্রেডিট রেটিংয়ের অবনমন হতে পারে। ফলে অর্থ ধার করতে কোম্পানির ব্যয় আরো বেড়ে যাবে।
বোয়িং তার ১৭ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েও এগিয়ে চলেছে, নভেম্বরের মাঝামাঝি সময়ে এ-সংক্রান্ত প্রথম নোটিস জারি করা হতে পারে।
গত জানুয়ারিতে বোয়িংয়ের একটি যাত্রীবাহী উড়োজাহাজ মাঝ আকাশে বিস্ফোরণের ঘটনার পর থেকে কোম্পানিটি সংকটে পড়তে থাকে। এর স্টারলাইনার যান নভোচারী বহন না করে পৃথিবীতে ফিরে আসতে বাধ্য হওয়ার পরে এর মহাকাশ ব্যবসাও ক্ষতির মুখে পড়েছে।


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গা প্রকাশ্যে বিএনপি নেতাকে কোপালেন যুবলীগ কর্মী ‘আওয়ামী লীগের আমলে প্রতিবছর ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে’ গাজার জাবালিয়ায় হামাসের হামলায় ১৫ ইসরাইলি সেনা হতাহত ইসরাইলের ৫ এলাকায় হিজবুল্লাহর একযোগে হামলা শেষ মুহূর্তে জনমত সমীক্ষায় ট্রাম্পকে পেছনে ফেললেন কমলা! সোনার ছেলে বড় হয়েও যেন সোনার ছেলেই থাকে : সেলিম উদ্দিন সাফজয়ী ক্রিকেটারদের যা বললেন প্রধান উপদেষ্টা রাজস্ব আদায় বাড়ানোর উপায় খুঁজছে বাংলাদেশ কুয়াকাটায় নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জেলেরা ইরাবের নতুন সভাপতি ফারুক, সম্পাদক সালমান প্যাটেলের ধাঁধায় সেঞ্চুরি হাতছাড়া গিলের, বড় লিড তুলতে ব্যর্থ ভারত

সকল