০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরাইলের সাথে সম্পর্ক অগ্রহণযোগ্য : সৌদি

-

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রগঠনের প্রশ্ন সমাধান না হওয়া পর্যন্ত ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের বিষয়টি অগ্রহণযোগ্য। বৃহস্পতিবার গাজা সঙ্কটের ক্ষেত্রে সৌদি আরবের নীতিতে কোনো দ্বিধা নেই বলেও তিনি স্পষ্ট করেছেন। রিয়াদে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ফোরামে ফয়সাল বিন ফারহান বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সমাধান না হওয়া পর্যন্ত ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা শুধু ঝুঁকির মধ্যে নয়, বরং এটি আলোচনাতেই নেই।
তিনি আরো বলেন, আমি বলব, এটি শুধু সৌদি আরবের সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিককরণের প্রশ্ন নয়; যদি আমরা ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত না করি, তাহলে পুরো অঞ্চলের নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকবে। প্রিন্স ফয়সাল ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে আহ্বান জানান যে, ফিলিস্তিনিদের ‘তাদের অধিকার ও রাষ্ট্র’ প্রদানের মাধ্যমে নৈতিক দায়িত্ব পালন করতে হবে।
গত সেপ্টেম্বরে সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিককরণের সম্ভাবনার কথা তুলে ধরলেও গত বছর অক্টোবরের ৭ তারিখ হামাসের আক্রমণের পর আলোচনা স্থগিত হয়। এর পর গাজায় ইসরাইলের পাল্টা হামলায় মৃত্যু বাড়তে থাকায় সৌদি আরব অন্যান্য আরব ও ইসলামিক দেশের সাথে মিলে ইসরাইলের নিন্দা জানায়।
বৃহস্পতিবার প্রিন্স ফয়সাল বলেন, গাজা ও ফিলিস্তিন নিয়ে সৌদি নীতিতে কোনো ধরনের দ্বিধা নেই। আমরা শুরু থেকেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছি। ৭ অক্টোবরের ঘটনার পরও আমরা স্পষ্ট করেছি যে ইসরাইলের অতিরিক্ত প্রতিক্রিয়া অত্যন্ত বিপজ্জনক। সৌদি পররাষ্ট্রমন্ত্রী উত্তর গাজায় ইসরাইলের অবরোধ ও সামরিক হামলাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন। লেবাননে যুদ্ধবিরতি ও ইসরাইলি হামলা বন্ধের আহ্বানও জানান তিনি।
প্রিন্স ফয়সাল বলেন, আমরা কোনো সরাসরি আলোচনার অংশ নয়। তবে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন করি। গাজার জন্যও একই প্রত্যাশা। তিনি আরো বলেন, রিয়াদ কখনও লেবানন থেকে বিচ্ছিন্ন হয়নি এবং বাইরের শক্তিগুলোর জন্য লেবাননের রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের কোনো অধিকার নেই।


আরো সংবাদ



premium cement
‘ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ শিগগিরই শুরু করা হবে’ নরসিংদীতে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই নাব্যতা সঙ্কটে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ জাপানে ভারী বৃষ্টির কারণে ২ লাখ মানুষকে সরে যাওয়ার আহ্বান সাভারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত যুক্তরাষ্ট্রে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান ৪৭তম বিসিএসের কোটার সংখ্যা নিয়ে যা জানা যাচ্ছে প্রধান উপদেষ্টা নারী ফুটবলারদের সমস্যার কথা শুনেছেন : আসিফ মাহমুদ পূর্ব লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৫২ শামীম ওসমানের ‘সহচর’ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি লিটন গ্রেফতার স্টেইন নাকি হ্যারিস : মার্কিন নির্বাচনে মুসলিমরা কাকে ভোট দেবে

সকল