স্পেনে বন্যায় প্রাণহানি বেড়ে ১৫৮
- রয়টার্স
- ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
স্পেনের পূর্বাঞ্চলে বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৮ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্পেনের বিভিন্ন অঞ্চলের সহযোগিতা বিষয়কমন্ত্রী আঞ্জেল ভিক্টর তোরেস বলেছেন, উদ্ধারকারী দলগুলো এখনো নিখোঁজ ব্যক্তিদের খুঁজে চলছে। ফলে মৃতের সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বন্যাকে পাঁচ দশকের মধ্যে ইউরোপের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলে মনে করা হচ্ছে।
স্পেনের আবহাওয়াবিষয়ক সংস্থা এইমেটের তথ্যমতে, মঙ্গলবার স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলের কিছু অংশে আট ঘণ্টায় এক বছরের সমান বৃষ্টিপাত হয়েছে। এতে প্রদেশটিতে অন্তত ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া কাস্তিলা লা-মাঞ্চায় দু’জন এবং আন্দালুসিয়ায় ব্রিটিশ একজন নাগরিক মারা গেছেন। গত বৃহস্পতিবার ৬০ জনের মৃত্যু হয়েছে।
ভ্যালেন্সিয়ার পাইপোর্টা শহরে একটি নদীর পানি লোকালয়ে ঢুকে পড়ে। পানির স্রোতে ভেসে এ পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন সড়কে জলোচ্ছ্বাসের পানিতে গাড়িগুলো ভেসে গিয়ে একটির ওপর আরেকটি উঠে স্তূপ হয়ে গেছে।
এ বন্যায় ভ্যালেন্সিয়ার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে সেতু, রাস্তা ও রেলপথ ধ্বংস হয়ে গেছে এবং কৃষিজমি প্লাবিত হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা