বিমান থেকে নামতে গিয়ে পা ভাঙল জারদারির
- নিউজ ইন্টারন্যাশনাল
- ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই বিমানবন্দরে গুরুতর আহত হয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। মূলত বিমান থেকে নামতে গিয়ে তিনি পড়ে যান এবং এতে তার পায়ের হাড় ভেঙে গেছে।তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেয়া হয় এবং সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। পাকিস্তানের এ প্রেসিডেন্টকে চার সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে বলা হয়েছে। গত বুধবার দুবাই বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
বুধবার রাতে দুবাই বিমানবন্দরে পৌঁছানোর পর বিমান থেকে নামার সময় পড়ে গিয়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পায়ের হাড় ভেঙে গেছে। প্রেসিডেন্ট হাউসের মুখপাত্র জানিয়েছেন, ওই ঘটনার পর প্রেসিডেন্ট জারদারিকে অবিলম্বে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষার পর পায়ে প্লাস্টার কাস্ট প্রয়োগ করেন। মুখপাত্র আরো বলেন, প্রেসিডেন্ট জারদারির পায়ে চার সপ্তাহের জন্য ওই প্লাস্টার কাস্ট থাকবে এবং তাকে বাড়িতে বিশ্রাম নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
চিকিৎসার পর প্রেসিডেন্ট জারদারিকে তার বাসভবনে স্থানান্তরিত করা হয়। এদিকে পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআইএফ) প্রধান মাওলানা ফজলুর রহমান পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে ফোন করেছেন এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির খোঁজ-খবর নিয়েছেন। বিলাওয়ালের সাথে টেলিফোনে কথোপকথনের সময় জারদারির দ্রুত আরোগ্য কামনা করেন ফজলু। এদিকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির আগামী সোমবার থেকে চার দিনের সফরে চীনে যাওয়ার কথা ছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা