২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

-

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্ডিনোকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। কিউবার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে জাতিসঙ্ঘে ভোট দেয়ার পর তাকে বরখাস্ত করা হয়। জাতিসঙ্ঘে কিউবার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দেয়ার পর বুধবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্ডিনোকে বরখাস্ত করেছেন।
২০২৩ সালের শেষের দিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা জাভিয়ের মিলেই নিঃসন্দেহে একজন যুক্তরাষ্ট্রপন্থী নেতা এবং ক্ষমতায় আসার পর থেকে কিউবা ও ভেনিজুয়েলার কাছ থেকে আর্জেন্টিনাকে দূরে রাখার পদক্ষেপ নেয়াসহ এই অঞ্চলে এবং বিদেশে বামপন্থী বাণিজ্য অংশীদারদের প্রতিও শীতল অবস্থান নিয়েছেন। এর আগে বুধবার জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রকে কিউবার ওপর কয়েক দশক ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞার অবসানের আহ্বান জানানো হয়।
মূলত সাধারণ পরিষদের এই ভোটাভুটিতে যে ১৮৭টি দেশ মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার পক্ষে ভোট দিয়েছে তাদের মধ্যে আর্জেন্টিনাও রয়েছে। শুধু যুক্তরাষ্ট্র এবং ইসরাইল এই প্রস্তাবের বিরোধিতা করে ভোট দিয়েছে। এ দিকে পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্ডিনোকে বরখাস্ত করার পর নতুন পররাষ্ট্রমন্ত্রী কে হবেন সেটিও ঠিক করে ফেলেছে দক্ষিণ আমেরিকার এই দেশটি। প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইয়ের মুখপাত্র ম্যানুয়েল অ্যাডর্নি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা জেরার্ডো ওয়ারথেইন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মন্ডিনোর স্থলাভিষিক্ত হবেন।


আরো সংবাদ



premium cement
গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর দুমড়ে-মুচড়ে আহত ৫ ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের ৫ উইকেটে হারাল ভারত ৮০ ঘণ্টায় পাঠ করা হলো ফিলিস্তিনি শহীদদের নাম জাপানে বয়স্ক জনসংখ্যা ও প্রতিরক্ষা খাতে রেকর্ড বাজেট অনুমোদন নোয়াখালীতে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে গলা কেটে হত্যা নোয়াখালীতে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা লংগদুতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বার্ষিক সম্মেলন খালেদা-হাসিনার আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল ‘জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ছাড়া গণতন্ত্র ও মানবিক মর্যাদা অর্জন সম্ভব নয়’ ভারতে আবারো সালমান রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সভা শনিবার

সকল