মেক্সিকোয় ২ সাংবাদিককে গুলি করে হত্যা
- রয়টার্স
- ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় দুই রাজ্যে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে একজনকে বুধবার বিকেলে কোলিমা রাজ্যে গুলি করে হত্যা করা হয় বলে রয়টার্সকে নিশ্চিত করে জানিয়েছে রাজ্যটির শীর্ষ আইন কর্মকর্তার দফতর। তার নাম পাত্রিসিয়া রামিরেজ। তিনি পাতি বুমবুরি ডাকনামেও পরিচিত ছিলেন এবং একজন বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
মেক্সিকোতে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আততায়ীর গুলিতে নিহত হওয়া দ্বিতীয় সাংবাদিক তিনি। এর আগে মঙ্গলবার গভীর রাতে একটি অনলাইন সংবাদপত্রের প্রধানকে গুলি করে হত্যা করা হয়। সাংবাদিকদের জন্য অন্যতম প্রাণঘাতী দেশ হিসেবে মেক্সিকো প্রেস ফ্রিডম গ্রুপের তালিকায় স্থান পেয়েছে। চলতি মাসের শুরুতে ক্লাউদিয়া শেইনবাউম মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এগুলোই প্রথম সাংবাদিক হত্যার ঘটনা। শেইনবাউম অপরাধ ও সহিংসতার বিরুদ্ধে লড়াই করার প্রত্যয় জানিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা