১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

রাশিয়ার বিরুদ্ধে ‘বিজয়ের জন্য’ ন্যাটোতে যোগ দিতে চান জেলেনস্কি

-

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার রুশ আগ্রাসনের বিরুদ্ধে তার ‘বিজয় পরিকল্পনা’ দেশটির পার্লামেন্টের সামনে উপস্থাপন করেন। সেখানে তিনি ইউক্রেনকে বিনা শর্তে ন্যাটো জোটে যোগদানের আমন্ত্রণ পাঠানো ও আগামীতে আরো রুশ আগ্রাসন নিরুৎসাহিত করতে পরমাণু অস্ত্র নয় এমন প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের দাবি জানান।
জেলেনস্কি বলেন, ‘আমাদের অংশীদারদের সাথে একত্রে কাজ করে সামগ্রিক পরিস্থিতির পরিবর্তন আনতে হবে যাতে যুদ্ধ শেষ হয়। পুতিনের চাওয়াকে পাত্তা না দিয়েই। আমাদের পরিস্থিতি পাল্টাতে হবেই, যাতে রাশিয়াকে শান্তি প্রতিষ্ঠায় বাধ্য করা যায়।’ পরিকল্পনার অন্যান্য অংশে রয়েছে ইউক্রেনের মিত্রদের কাছ থেকে যুদ্ধ-পরবর্তী পুনর্নির্মাণ সহায়তা এবং প্রাকৃতিক খনিজ সম্পদকে সুরক্ষিত রাখায় সহযোগিতার আশ্বাস। সাম্প্রতিক সপ্তাহগুলোতে জেলেনস্কি পাশ্চাত্য নেতাদের সাথে বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।


আরো সংবাদ



premium cement