এক দশক পর পাকিস্তানে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
- টাইমস অব ইন্ডিয়া
- ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রায় এক দশক পর পাকিস্তানের মাটিতে পা রাখবেন ভারতের পররাষ্ট্র দপ্তরের কোনো মন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে। এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে নৈশভোজে যোগ দিতে পারেন জয়শঙ্কর।
এসসিও-এর সম্মেলনের ফাঁকে পাকিস্তান ও ভারতের দ্বিপাক্ষিক কোনো বৈঠক হবে কিনা তা এখনও নিশ্চিত হয়নি। কেননা উভয় দেশ থেকেই দ্বিপক্ষীয় কোনো বৈঠকের বার্তা নাকচ করে দেয়া হয়েছে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন জয়শঙ্কর।