তাইওয়ানকে ঘিরে আবারো চীনের ব্যাপক মহড়া
- রয়টার্স
- ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
তাইওয়ানের সীমানার কাছে আবারো সামরিক মহড়া চালিয়েছে চীন। দেশটির স্বাধীনতাকামী গোষ্ঠীকে তাদের ‘বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের’ জন্য রোববার এই পদক্ষেপ নেয়া হয় বলে জানিয়েছে বেইজিং। চীনা সামরিক বাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড বলেছে, মহড়া তাইওয়ান প্রণালী এবং তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলে ‘জয়েন্ট সোর্ড-২০২৪বি’ মহড়ার আয়োজন করা হয়েছে।
ইংরেজি ও চীনা ভাষায় প্রকাশিত বিবৃতিতে সামরিক বাহিনীর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মহড়া তাইওয়ানের স্বাধীনতাকামী গোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের বিরুদ্ধে আমাদের সতর্কবার্তা। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য নিশ্চিত করতে এটি আমাদের বৈধ ও প্রয়োজনীয় পদক্ষেপ।’