ট্রাম্প মার্কিনিদের হত্যাকারী অভিবাসীদের মৃত্যুদণ্ড চান
- রয়টার্স
- ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের বিপজ্জনক অপরাধী হিসেবে আখ্যায়িত করেছেন। অভিবাসীদের মধ্যে যারা মার্কিন নাগরিকদের হত্যা করেছেন তাদের মৃত্যুদণ্ড দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গত শুক্রবার কলোরাডো অঙ্গরাজ্যের অরোরায় এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেছেন তিনি। নির্বাচন যত ঘনিয়ে আসছে অভিবাসনবিরোধী সুর তত চড়া করছেন তিনি।
ভেনিজুয়েলান অপরাধী দল ‘ত্রেন দে আরাগুয়া’ অভিযুক্ত সদস্যদের পোস্টারে সজ্জিত মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, তিনি নির্বাচিত হলে এই অপরাধী দলের সদস্যদের আটক করার জন্য ‘অপারেশন অরোরা’ নাম দিয়ে একটি অভিযান শুরু করবেন। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের আগে শেষ সপ্তাহগুলোতে ট্রাম্প তার অভিবাসনবিরোধী বাগাড়ম্বর লক্ষণীয়ভাবে তীব্র করে তুলছেন। নির্বাচনে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে পরাজিত করার লক্ষ্যে তুমুল প্রচারণা চালাচ্ছেন তিনি। এই নির্বাচনের মার্কিন ভোটারদের একটি শীর্ষ উদ্বেগের বিষয় হলো ‘অবৈধ অভিবাসী’। মতামত জরিপগুলোতে দেখা গেছে, এই সমস্যা সমাধানে ট্রাম্পকেই সবচেয়ে যোগ্য প্রার্থী বলে মনে করেন অধিকাংশ ভোটার। জনসভায় ট্রাম্প বলেন, ‘আমি এখান থেকে একজন আমেরিকান নাগরিক অথবা আইন প্রয়োগকারী কোনো কর্মকর্তার হত্যাকারী যেকোনো অভিবাসীর জন্য মৃত্যুদণ্ডের আহ্বান জানাচ্ছি।’ সেখানে উপস্থিত ট্রাম্পের বহুসংখ্যক সমর্থক সমস্বরে চিৎকার করে তার এই বক্তব্যের প্রতি সমর্থন জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা