২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘ফ্যাসিবাদী’ ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন নিকারাগুয়ার

-

ইসরাইলি সরকারকে ‘ফ্যাসিবাদী’ ও ‘গণহত্যাকারী’ বলে অভিহিত করে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে নিকারাগুয়া। গত শুক্রবার নিকারাগুয়ার কংগ্রেসে এসংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনকে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে। এর আগে গাজা যুদ্ধের এক বছর পূর্তির সাথে মিল রেখে নিকারাগুয়াকে ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তাব পাস করেছিল দেশটির কংগ্রেস। এর পরপরই ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা এলো।
এ বিষয়ে নিকারাগুয়ার সরকার এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের নির্বিচার হামলার কারণে এই সম্পর্ক ছিন্ন করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, এই সঙ্ঘাত এখন লেবাননেও ছড়িয়ে পড়েছে। সেই সাথে সিরিয়া, ইয়েমেন এবং ইরানের জন্য গুরুতর হুমকি তৈরি করেছে। ইরানের সাথে প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত মে মাসে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো।


আরো সংবাদ



premium cement