গোলানে ইসরাইলি ঘাঁটিতে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা
- ইরনা
- ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইলি একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে। প্রতিরোধ যোদ্ধারা বেশ কয়েকটি ড্রোনের মাধ্যমে শনিবার ভোরে ইসরাইলি ওই ঘাঁটিতে হামলা চালায়। ইরাকের প্রতিরোধ যোদ্ধারা বলেছেন, আমরা দখলদারদের বিরুদ্ধে লড়াই, গাজায় গণহত্যার প্রতিশোধ এবং ফিলিস্তিনি জনগণকে সহায়তা করার জন্য বর্বর ইসরাইলের ওপর হামলা চালিয়েছি।
ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলের ইলাতে গুরুত্বপূর্ণ ইসরাইলি ঘাঁটিতেও বারবার হামলা চালাচ্ছে। তারা গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইহুদিবাদী দেশটিতে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।