গুজরাটে দেয়াল ধসে ৭ শ্রমিকের মৃত্যু
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
ভারতের গুজরাট রাজ্যের মেহসানা জেলার কাদি শহরে ভূগর্ভস্থ ট্যাংক খননের সময় নির্মাণস্থলের দেয়াল ধসে পড়ে কয়েকজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। এতে সাতজন শ্রমিকের মৃত্যুর খবর জানা গেছে। গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করছেন উদ্ধারকারী দলের সদস্যরা।
এ দিকে খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। খবর দেয়া হয় দমকল বিভাগ ও উদ্ধারকারী দলকে। শুরু হয় উদ্ধারকাজ। ভাঙা দেয়াল সরিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে প্রাণের খোঁজ করতে থাকেন উদ্ধারকারীরা। কয়েকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গণমাধ্যমটি জানিয়েছে, মৃত শ্রমিকদের পরিবারের সদস্যরা দুর্ঘটনাস্থলে এসেছেন। তারা কান্নায় ভেঙে পড়েছেন। কেন নিরাপত্তাব্যবস্থা সুনিশ্চিত না করে এমন কাজ চলছিল, তা নিয়েও উঠছে প্রশ্ন। মেহসানার পুলিশ সুপার তরুণ দুগ্গাল জানিয়েছেন, উদ্ধার অভিযান চলছে।