মার্কিন যাজককে মুক্তি দিলো চীন
- আলজাজিরা
- ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
মার্কিন যাজক ডেভিড লিনকে মুক্তি দিয়েছে চীন। ২০০৬ সাল থেকে তিনি চীনে কারাবন্দি ছিলেন। প্রতারণার দায়ে ডেভিডকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল চীন। ৬৮ বছর বয়সী ডেভিডের কারামুক্তির খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটনের পক্ষ থেকে বরাবর বলা হয়েছে, যাজক ডেভিডকে ভুলভাবে আটকে রেখেছে চীন। অনেক বছর আগে থেকেই ডেভিডের মুক্তি চেয়ে আসছিল মার্কিন প্রশাসন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীনের কারাগার থেকে ডেভিডের মুক্তির ঘটনাকে স্বাগত জানাই। তিনি যুক্তরাষ্ট্রে ফিরেছেন। প্রায় ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো পরিবারের সদস্যদের সাথে দেখা করার অপেক্ষায় আছেন। এর আগে ডেভিডের মেয়ে অ্যালিস সংবাদমাধ্যমকে বলেন, তার বাবার স্থানীয় সময় আজ রোববার টেক্সাসে পৌঁছানোর কথা রয়েছে।