২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

চীনকে চাপে রাখতে কোয়াড নেতাদের সাথে বৈঠকে বাইডেন

-

চীনের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বৃদ্ধিতে কোয়াড সদস্য অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের নেতাদের সাথে বৈঠক করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ উপলক্ষে গতকাল শুক্রবার এ আলোচনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের উইলমিংটন শহরে যাওয়ার কথা তার। সেখানে অন্য নেতাদের সাথে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আধিপত্য বিস্তার প্রচেষ্টা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠকের বিষয়ে অবগত এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘পুরো সময় জুড়েই বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা হবে। কোয়াড যে একটি দীর্ঘস্থায়ী সংগঠন হতে চলেছে, এতে তা প্রমাণ হবে।’ সম্ভাব্য আলোচ্যসূচিতে থাকতে পারে, ভারত মহাসাগরে নিরাপত্তা সহযোগিতা জোরদার ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অবৈধ জেলে নৌকা প্রতিহত করার মতো বিষয়। স্বাস্থ্যনিরাপত্তা, ক্যান্সার চিকিৎসা, অবকাঠামো ও প্রযুক্তিগত বিষয় নিয়েও কোয়াড সদস্যরা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement