২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ইসরাইলে ওয়েস্ট নাইল ভাইরাসের প্রকোপে মৃত্যু ৭০

-

ইসরাইলে ওয়েস্ট নাইল ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা ৯ শ’ ১৩ জনে পৌঁছেছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। জুনে এ ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে শুরু হওয়ার পর থেকে আক্রান্তদের মধ্যে ৭০ জন এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। জীবাণুবাহী মশার মাধ্যমে এ ভাইরাস মানবদেহে প্রবেশ করে। মানুষ থেকে মানুষে এ রোগ ছড়ায় না। ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত প্রায় ৮০ শতাংশ ব্যক্তির দেহে কোনো লক্ষণ প্রকাশ পায় না।
২০ শতাংশের মতো আক্রান্ত ব্যক্তির জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথার মতো লক্ষণ দেখা যেতে পারে। আক্রান্তদের মধ্যে এক শতাংশেরও কম মানুষ তীব্র মস্তিষ্ক প্রদাহ বা মেনিনজাইটিসের মতো বিরল জটিলতায় ভুগতে পারেন।


আরো সংবাদ



premium cement