২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হঠাৎ বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার

- সংগৃহীত

হঠাৎ করেই বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিষ্ক্রিয় হয়ে পড়েছে। একইসাথে মেটার মালিকানাধীন মেসেঞ্জার ও ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে। তবে মেটার মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ ব্যবহারে কোনো সমস্যা হচ্ছে না। ফেসবুক ও ইনস্টাগ্রামের সমস্যা নিয়ে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। বিভিন্ন গণমাধ্যম থেকে কর্মীরা জানিয়েছেন তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না। নয়া দিগন্তের কর্মীরাও ফেসবুক লগইন করতে পারছেন না বলে জানান।

ব্রিটিশ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও এ ধরনের সমস্যা হচ্ছে। ওয়েবসাইটের কার্যক্রম শনাক্তের ওয়েবসাইট ডাউনডিটেক্টরও ফেসবুক ও ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে।

হঠাৎ করে ফেসবুক নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় ব্যবহারকারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।

বাংলাদেশের এক ব্যবহারকারী কবি নূর মোহাম্মদ জানান, ‘রাত ৯টার দিক থেকে তিনি ফেসবুক ডাউন পাচ্ছিলেন। পরে ৯টা ২০ মিনিটের দিকে হঠাৎ করে তার আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়।’

ফেসবুক ব্যবহারকারী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়াম বলেন, ‘ফেসবুক লগইন ছিল, কিন্তু হঠাৎ দেখি লগ-আউট। তখন আমি ভয় পেয়ে যায় যে কেউ হ্যাক করল কিনা। এরপর অনেকের এই অবস্থা জানার পর এখন কিছুটা স্বস্তি লাগছে। কিন্তু কেনো এমন হলো এ বিষয়ে কিছু জানতে বা বুঝতে পারছি না।’

ফেসবুক-ভিত্তিক ‘গৃহত্যাগী’ নামে ট্যুর পরিচালনাকারী প্রতিষ্ঠানের অ্যাডমিন আহমেদ ফয়সাল বলেন, ‘প্রথমে ভেবেছিলাম গ্রুপে কোনো রিপোর্টের জন্য অ্যাডমিন আইডিতে সমস্যা হয়েছে। পরে মডারেটরদের সাথে যোগাযোগ করে তাদের আইডিতে একই সমস্যা জেনে কিছুটা ভয় পেয়ে যাই। এরপর অবশ্য সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখে বিষয়টি নিশ্চিত হই।’

সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।


আরো সংবাদ



premium cement
বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের ইসলামাবাদের বিক্ষোভের স্থগিত ঘোষণা পিটিআইয়ের নিটওয়্যারে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে চিশিং ‘বাংলাদেশ নাইট’ অনুষ্ঠিত

সকল