২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মানব মস্তিষ্কে চিপ বসাতে সফল এলন মাস্কের নিউরোলিঙ্ক

মানব মস্তিষ্কে চিপ বসাতে সফল এলন মাস্কের নিউরোলিঙ্ক - ছবি : সংগৃহীত

‌‌মানব মস্তিষ্কে চিপ বসাতে সফল হয়েছে এলন মাস্কের নিউরোলিঙ্ক। মাস্ক জানিয়েছেন, একজন রোগীর মাথায় চিপ বসানোর পর প্রাথামিক ফলাফল বেশ আশাব্যঞ্জক।

ছয় বছর আগে রোবটের সাহায্যে মানব মস্তিষ্কের যে অংশে অঙ্গ নড়াচাড়া করার কাজ করে, সেই অংশে মস্তিষ্ক নিয়ন্ত্রণের লক্ষ্যে মানুষের চুলের চেয়েও সূক্ষ্ম ৬৪টি থ্রেড বা সুতো বসিয়ে এই কাজের যাত্রা শুরু হয়।

নিউরোলিঙ্ক জানিয়েছে, এই থ্রেডগুলো চিপটির মস্তিষ্কের সংকেতগুলোকে একটি অ্যাপে রেকর্ড এবং প্রেরণ করতে পারে যা ডিকোড করে ব্যক্তির অকেজো অঙ্গ নড়াচাড়া করাতে সাহায্য করে। চিপটির ব্যাটারি ওয়্যারলেস পদ্ধতিতে চার্জ করা যায়।

এলন মাস্কের নিউরোলিঙ্ক ছাড়াও আরো বেশ কিছু সংস্থা এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। তবে নিউরোলিঙ্কের চিপগুলো ডিজাইন করা হয়েছে মস্তিষ্কের সংকেতগুলোকে যথাযথভাবে বুঝে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত ডিভাইসে পাঠানোর উদ্দেশ্যে। ভবিষ্যতে এই চিপের সাহায্যে মাউস বা কি–বোর্ড ছাড়া যে কেউ মস্তিষ্কের সংকেত ব্যবহার করে কম্পিউটার চালানো পারবে।
সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement