৭ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ডিজনি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০১, আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪০
স্ট্রিমিং সেবাকে লাভজনক করতে সাত হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে ডিজনি।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বব ইগার এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, বিনোদনের এই মাধ্যমটিকে লাভজনক করতে সাত হাজার কর্মী ছাঁটাই করা হচ্ছে।
৫৫০ কোটি মার্কিন ডলার খরচ সাশ্রয় ও ডিজনি+ স্ট্রিমিং সেবাকে লাভজনক করার পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, নভেম্বরে প্রতিষ্ঠানটিতে ফিরে আসার পর ইগারের আর্থিক ফলাফলের প্রথম সেট ঘোষণা করার পরেই এই পদক্ষেপটি নেয়া হয়েছে।
পরিসংখ্যান বলছে, উপার্জনে বৃদ্ধি দেখা গেলেও ২০১৯ সালে চালু হওয়ার পরে ডিজনি+ গ্রাহক সংখ্যায় এই প্রথম পতন হয়েছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা