২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টুইটার ডাউন, সমস্যায় ব্যবহারকারীরা

টুইটার ডাউন, সমস্যায় ব্যবহারকারীরা - ছবি : সংগৃহীত

বিশ্বের নানা প্রান্তে কিছু সময়ের জন্য টুইটার ডাউন হয়ে গেচে বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। এতে সমস্যায় পড়তে হয়েছে তাদের। ফলে বিভিন্ন দেশের কয়েক কোটি ব্যবহারকারী পরিষেবা গ্রহণ করতে পারছেন না।

টুইটার সাপোর্ট সেন্টারের এক টুইটে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কিছু সময়ের জন্য টুইটার ও ফেসবুকের সার্ভার ডাউন হয়ে পড়েছে। একই অভিযোগ করেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের একাংশও।

জানা গেছে, মূলত আমেরিকা, কানাডার মতো কিছু দেশে এই পরিষেবা-বিভ্রাট ঘটেছে।

ব্যবহারকারীদের অভিযোগ, তারা নতুন টুইট করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন। টুইটার ব্যবহার করার পরই নাকি তাদের কাছে বার্তা গিয়েছে। তারা নির্দিষ্ট সংখ্যক টুইট ইতিমধ্যেই করে ফেলায় নতুন করে আর কোনো টুইটও করতে পারবেন না।

এদিকে অভিযোগ স্বীকার করেছে টুইটার কর্তৃপক্ষ। তারা বলছে, প্রাথমিকভাবে যান্ত্রিক গোলযোগের কারণেই এমনটা ঘটেছে বলে মনে করা হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছে সংস্থাটি।

সূত্র : আনন্দবাজার 


আরো সংবাদ



premium cement