২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টুইটার একাউন্ট ফিরে পেলেন ট্রাম্প

টুইটার একাউন্ট ফিরে পেলেন ট্রাম্প - ছবি : ইন্টারনেট

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইটার অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন। দীর্ঘ দিন তার একাউন্টটি নিষেধাজ্ঞার আওতায় ছিল।

বিশ্বের শীর্ষ ধনী ও যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক টুইটার কিনে নেয়ার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার থেকে তার একাউন্টটি সচল দেখা গেছে।

নির্বাচনে হেরে যাওয়ার পর ও পরে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার জেরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বয়কট করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। ওই সময় টুইটার, ফেসবুক, এমনকি ইউটিউব কর্তৃপক্ষ তার ব্যবহৃত অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।

রোববার এক প্রতিবেদনে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, প্লাটফর্মের নতুন মালিক ইলন মাস্ক একটি জরিপ চালানোর পরে ডোনাল্ড ট্রাম্পের কুখ্যাত টুইটার অ্যাকাউন্টটি শনিবার পুনঃস্থাপন করা হয়েছে।

মার্কিন ধনকুবের ইলন মাস্ক তার অ্যাকাউন্টে ২৪ ঘণ্টার টুইটার পোল শেষ হওয়ার পরপরই দেয়া এক টুইট বার্তায় বলেন, ‘লোকেরা কথা বলেছে। ট্রাম্পকে (টুইটারে) পুনর্বহাল করা হবে।’

এএফপি বলছে, প্রতিদিন ২৩৭ মিলিয়ন ব্যবহারকারী টুইটার ব্যবহার করে থাকেন। এর মধ্যে ১৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী (ট্রাম্পের) বিতর্কিত অ্যাকাউন্ট পুনঃস্থাপন করা হবে কিনা তা নিয়ে ভোট দিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, জরিপে ৫১.৮ শতাংশ অ্যাকাউন্ট পুনঃস্থাপন করার পক্ষে এবং ৪৮.২ শতাংশ বিপক্ষে ভোট দিয়েছেন।

টুইটারে নিজের বন্ধ অ্যাকাউন্ট ফেরত পেতে গত বছরের অক্টোবরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। অবশ্য এতে কোনো ফল হয়নি। এরপর সময় বদলেছে। বদলেছে ট্রাম্পের পরিকল্পনাও। ট্রাম্প গত কয়েক মাস ধরে নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ নিয়ে কাজ করছেন।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে দুর্যোগে গত বছর ঘরবাড়ি ছেড়েছে প্রায় ১৮ লাখ মানুষ বাংলাদেশেও চাপে পড়তে পারেন আদানি বৈষম্যমুক্ত পরিবেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান আগে নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে : ড. তোফায়েল তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আজ তিনটি আবেদনের শুনানি শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যু বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের পাশে থাকবে জামায়াত : ডা: শফিক নেতানিয়াহুর বৈশ্বিক চলাচল সঙ্কুচিত হয়ে পড়েছে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে : সেখ বশির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদ এখনো সুবিধাভোগীদের দখলে জাতীয় ঐক্যের মাধ্যমেই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে : মিয়া গোলাম পরওয়ার

সকল