ফেসবুকের ফলোয়ার কমায় মাথায় হাত তারকাদের
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ অক্টোবর ২০২২, ২০:০৭, আপডেট: ১২ অক্টোবর ২০২২, ২০:০৮
বুধবার সকাল থেকে আচমকাই ফেসবুকে ফলোয়ারের সংখ্যা হু হু করে কমতে থাকে। তারকাদের ফলোয়ার সংখ্যা কমে দাঁড়িয়েছে আট নয় হাজারে। এই ঘটনার সঠিক কারণ কী তা এখন পর্যন্ত জানা যায়নি। ফেসবুকের নতুন নাম মেটা হওয়ার পর মাঝে মধ্যেই সার্ভারে সমস্যা দেখা দিচ্ছে। তবে প্রত্যেকটিই এখন পর্যন্ত ক্ষণস্থায়ী হয়েছে। ফলোয়ারের সমস্যা এখন পর্যন্ত ঠিক হয়নি।
এমনকি মার্ক জাকারবার্গ নিজে ১১৯ মিলিয়ন ফলোয়ার খুইয়েছেন। তার নিজের ফলোয়ার সংখ্যা নেমে দাঁড়িয়েছে ১০ হাজারে। সকালের দিকে তার নিজের পেজও দেখা যাচ্ছিল না এমনটাও দেখা গিয়েছে। তারকারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ফলোয়ারের সংখ্যার স্ক্রিনশট পোস্ট করে এই ঘটনার কথা লিখেছেন। তবে ঠিক কী কারণে এই গন্ডগোল তা এখন পর্যন্ত জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানায়, ‘নাম প্রকাশে অনিচ্ছুক এক মেটা কর্মকর্তা জানিয়েছেন, সকাল থেকেই ফেসবুকে একটা সমস্যা দেখা দিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ফলোয়ারের সংখ্যা আবার আগের অবস্থায় ফিরে আসবে।’
মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক ফেসবুকে ফলোয়ার সংখ্যা কমার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেছে আরও ৫ দিন আগে। ওই প্রতিবেদনে বলা হয়, ফেক ও বট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কারণেই এমনটি ঘটে থাকতে পারে। তারা ফলোয়ার কমে যাওয়া নিয়ে ফেসবুকের মালিকানায় থাকা প্রতিষ্ঠান মেটার কাছে প্রশ্ন রেখেছিল। কিন্তু সেই প্রশ্নের সরাসরি জবাব মেলেনি।
তবে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট রিপোর্টে বলা হয়েছে, এ বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন সন্দেহজনক বট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তার আগের তিন মাসে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।
ফেসবুকের হিসাব অনুযায়ী, এ বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভুয়া অ্যাকাউন্ট ছিল বিশ্বব্যাপী মাসিক সক্রিয় ব্যবহারকারীর প্রায় ৫ শতাংশ। ভুয়া অ্যাকাউন্ট নিয়ে ফেসবুক তাদের ট্রান্সপারেন্সি সেন্টার পেজেসে জানায়, যত বেশি সম্ভব ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলাই আমাদের লক্ষ্য। আমাদের নীতি ভঙ্গকারী অ্যাকাউন্ট, ব্যবসার প্রতিনিধিত্ব করে এমন ব্যক্তিগত অ্যাকাউন্ট কিংবা পোষা প্রাণির নামে অ্যাকাউন্ট ভুয়া অ্যাকাউন্টের তালিকায় আছে।
এদিকে অনেক তারকা হারিয়েছেন অসংখ্য ফলোয়ার। বাংলাদেশী লেখক তসলিমা নাসরিন লিখেছেন- ফেসবুকের সুনামিতে আমার প্রায় ৯ লাখ অনুসারী হারিয়ে গেছে, বাকি আছে মাত্র ৯ হাজার।
জানা গেছে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য হিল, ইউএস টুডে, নিউইয়র্ক পোস্ট ও নিউজইউক রেকর্ডসংখ্যক ফলোয়ার হারিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা