০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

ম্যাসেঞ্জারে যুক্ত হলো নতুন ফিচার ‘ভ্যানিশ মোড’

ম্যাসেঞ্জারে যুক্ত হলো নতুন ফিচার ‘ভ্যানিশ মোড’ - ছবি : সংগৃহীত

হোয়াটসঅ্যাপের পর এবার ফেসবুক ম্যাসেঞ্জারেও চালু হলো ‘ভ্যানিশ মোড’। নতুন এ ফিচারে বার্তা পাঠানোর পর তা মুছে যাবে স্বয়ংক্রিয়ভাবে। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, তারা শিগগির ইনস্টাগ্রামেও এ ধরনের ভ্যানিশ মোড চালু করবে।

বার্তা পাঠানোর পর তা মুছে ফেলার এই ফিচারটি আগে থেকেই চালু আছে স্ন্যাপচ্যাটে। তবে তা হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপেয়ারিং ম্যাসেজ ফিচারের তুলনায় আলাদা। ফিচারটি চালুর পর বার্তা প্রাপক দেখতে পাবেন চ্যাপ অপশনেই। এরপর তিনি চ্যাট অপশন বন্ধ করলে কিংবা কনভারসেশন থেকে বের হলেই মুছে যাবে বার্তাটি। তবে বার্তা প্রাপক ব্যক্তি চাইলে তা স্ক্রিনশটের মাধ্যমে সংরক্ষণ করতে পাবেন।

তবে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ভ্যানিশ মোডের সুবিধা পেতে প্রাপক ও প্রেরক দুজনকেই ফিচারটি চালু করতে হবে। এ ছাড়া অবশ্যই ব্যবহার করতে হবে ম্যাসেঞ্জারের সর্বশেষ সংস্করণটি। এ মোড চালু থাকা অবস্থায় স্ক্রিনশট নিলেও পাওয়া যাবে তার নোটিফিকেশন।


আরো সংবাদ



premium cement