ফেইসবুকে একত্রে অনেকগুলো পোস্ট ডিলিট করবেন যেভাবে
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ নভেম্বর ২০২০, ০০:১৫
দশক আগে যে স্ট্যাটাস পোস্ট করা করেছেন তা হঠাৎ চোখে পড়লে অনেক ব্যবহারকারীই বিব্রত হন। ক্ষেত্র বিশেষে অনেকে অতীতের স্মৃতি ডিলিট করতেও বাধ্য হন।এতোদিন এই স্ট্যাটাস বা পোস্ট ডিলিটের কাজটি একবারে করা যেতো না। সম্প্রতি নতুন একটি টুল এনে এই সুবিধা যোগ করেছে ফেইসবুক।যেভাবে কাজটি করবেন
১। প্রথমে ফেইসবুক অ্যাপ চালু করতে হবে।
২। প্রোফাইলে গিয়ে ডান পাশে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে।
৩। এরপর Activity Log থেকে Manage Activity অপশনে যেতে হবে।
৪। নতুন পেইজ আসলে Your Posts অপশনটি সিলেক্ট করতে হবে।
৫। যে পোস্টগুলো ডিলিট করবেন সেগুলো বেছে নিয়ে বামদিকে থাকা Trash বাটনে ক্লিক করতে হবে।
৬। চাইলে পোস্টগুলো সংরক্ষণ করতে Archive অপশনটিও বেছে নেওয়া যাবে।
একত্রে অনেক পোস্ট ডিলিটের কাজটি শুধু ফেইসবুকের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ থেকেই করা যাবে। ডেক্সটপে ফেইসবুক ব্যবহার করে এই পদ্ধতিতে পোস্ট ডিলিট করা যাবে না। সূত্র: টেকশহর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা