এবার ফেসবুকের বিরুদ্ধে টিকটকের ভয়াবহ অভিযোগ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ আগস্ট ২০২০, ১৯:৪২
বহুল আলোচিত অ্যাপ টিকটক কোম্পানী বাইটড্যান্স ফেসবুকের বিরুদ্ধে লেখাচুরির অভিযোগ করেছে। যদিও তারা অভিযোগের বিষয়ে বিস্তারিত জানায়নি।
চীনের এই সংস্থাটি জানায়, তারা বিশ্বব্যাপী কাজ করতে গিয়ে নানান জটিল ও অকল্পনীয় অসুবিধার মুখোমুখি পড়েছে।
বেইজিং-ভিত্তিক এই সংস্থাটি রোববার তাদের নিজস্ব অনলাইনভিত্তিক সংবাদ সংস্থা জিনারি তোটিয়াওতে এই মন্তব্য করে।
তারা জানায়, বাইটড্যান্স কোম্পানী সর্বদা একটি বিশ্বব্যাপী সংস্থা হওয়ার প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রক্রিয়া চলাকালীন তারা উত্তেজনাপূর্ণ আন্তর্জাতিক রাজনৈতিক পরিবেশ, বিভিন্ন সংস্কৃতির সাথে সংঘর্ষ ও চৌর্যবৃত্তির সমস্যা মোকাবেলা করেছে। একইসাথে প্রতিযোগী ফেসবুকের সাথে লেখাচুরিরসহ নানা প্রকার জটিল ও অকল্পনীয় সমস্যার মুখোমুখি হয়েছে।
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ গত বছর টিকটকের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ সেন্সরের অভিযোগ করেছিলেন যদিও টিকটক ফেসবুকের সেই দাবি অস্বীকার করেছেন।
তবে টিকটক তার বিবৃতিতে যুক্তরাষ্ট্রের দিক থেকে আসা চাপের বিষয়টি উল্লেখ করেনি। মূলত সেই চাপের কারণেই বাইটড্যান্স বর্তমানে তার জনপ্রিয় শর্ট-ভিডিও অ্যাপ টিকটক বিক্রি করতে যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাইক্রোসফট কর্পোরেশনের কাছে জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক বিক্রির আলোচনার জন্য চীনের বাইটড্যান্স কোম্পানীকে ৪৫ দিন সময় দেয়ার বিষয়ে একমত হয়েছেন।
সূত্রঃ ইয়েনি শাফাক
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা