২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বেজোসের একদিনে আয় ১১ হাজার ২২৭ কোটি টাকা

জেফ বেজোস - ছবি : সংগৃহীত

সপ্তাহের শুরুটা ভালোই হল বিশ্বের ধনীতম ব্যাক্তির। অ্যামাজনের কর্ণধার জেফ বেজোসের ধনসম্পদ ১৩ বিলিয়ন ডলার বাড়ল সোমবার। যা বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ২২৭ কোটি ২২ লাখ ১০ হাজার টাকা রোজগার করেছেন বেজোস, কেবল এক দিনে!

Amazon.com Inc এর শেয়ারের দামও বেড়েছে ৭.৯ শতাংশ। মহামারীর জেরে আমেরিকাতেও আর্থিক দুরবস্থার মুখে মানুষ। কিন্তু ক্রমশই ফুলে ফেঁপে উঠছেন জেফ বেজোস। এই বছরের শুরুতে ৭৪ বিলিয়ন থেকে ১৮৯.৩ বিলিয়ন হয়ে গিয়েছে তার ধনসম্পদের মূল্য।

শুধু জেফ বেজোস নয়, তার প্রাক্তন স্ত্রী ম্যাকেঞ্জি বেজোসও ৪.৬ বিলিয়ন ডলার কামিয়েছেন সোমবার। এখন তিনি বিশ্বের ১৩তম ধনী ব্যাক্তি।

লকডাউনের জেরে মানুষ বাড়িতে বেশি। টেক প্রোডাক্ট অনেক বেশি ব্যবহার করা হচ্ছে, ডিজিটালভাবে কাজ করতে চাইছেন সবাই। ফলে পোয়াবারো টেক লিডারদের। ব্ল্যাক লাইভ ম্যাটার বিক্ষোভে অনেক ব্র্যান্ড ফেসবুককে বয়কট করলেও মার্ক জুকারবার্গের ধনসম্পদ বেড়েছে প্রায় ১৫ বিলিয়ন ডলার। হিন্দুস্থান টাইমস


আরো সংবাদ



premium cement