২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

জিমেইলের ৫ গুরুত্বপূর্ণ ফিচার

জিমেইলের ৫ গুরুত্বপূর্ণ ফিচার - ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে জিমেইলের খ্যাতি নিয়ে প্রশ্ন তুললে, তা বোকামো ছাড়া আর কিছুই হবে না৷ ইমেইল ব্যবহারকারীদের একটা বড় অংশই এই প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল৷ অফিসিয়াল বা আন-অফিসিয়াল কাজের ক্ষেত্রে, রোজকার তথ্য চালাচালি করতে, অনেকেরই নির্ভরযোগ্য মাধ্যম জিমেইল৷ তবে একটা বিষয় শুনলে অবাক হবে৷ যে মাধ্যমকে আপনি রোজ ব্যবহার করেন, মনে মনে ভাবেন মাধ্যমটি সম্পর্কে আপনি সব জানেন, কিন্তু তেমনটা একদমই নয়৷ বিশেষজ্ঞরা বলছে, জিমেইলের এমন অনেক ফিচার রয়েছে, যা এখনো অনেকের অজানা৷

জিমেইলের পাঁচ গুরুত্বপূর্ণ ফিচার :


১৷ প্রয়োজনীয় মেলে যদি গলদ রয়ে যায়, তবে কেমন লাগে! নিশ্চই মাথার উপর বজ্রপাত হয়৷ তখন পাঠিয়ে দেয়া মেলটা ফেরত নেয়া ছাড়া কোনো উপায় থাকে না৷ কিন্তু কীভাবে তা সম্ভব? এবার সেই টোটকারই খোঁজ দিলেন বিশেষজ্ঞরা৷ জানা গেছে, কোনো মেইল পাঠানোর ৩০ সেকেন্ডের মধ্যে মোবাইল, ট্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনের উপর ‘আনডু’ বলে একটা অপশন ভেসে ওঠে৷ ভুল মেল পাঠালে একবার সেই অপশনে ক্লিক করলেই নাকি পাঠান মেলটি আবার ফেরত চলে আসবে প্রেরকের কাছে৷

২। কোনো দিন একসঙ্গে একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেছেন? না করে থাকলে এবার করতে পারবেন৷ কীভাবে? এরজন্য প্রথমে, Add Account button-এ ক্লিক করতে হবে৷ তারপর দ্বিতীয় ইমেইলের আইডি ও পাসওয়ার্ড টাইপ করে এন্টার বা ওকে টিপতে হবে৷ আর তারপরই আলাদা ট্যাবে খুলে যাবে অন্য জিমেইলটি৷

৩৷ প্রত্যেকদিনই প্রচুর সংখ্যক মেইল ঢোকে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে৷ তারমধ্যে সবগুলোই যে দরকারি হয় তা নয়৷ প্রচুর অপ্রয়োজনীয় মেইলও আসে৷ সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী মেইলগুলিকে সাজিয়ে নিলে ভালোই হয়৷ কিন্তু সেই পন্থাটাও তো জানতে হবে৷ সেই পদ্ধতিরও খোঁজ দিয়েছেন বিশেষজ্ঞরা৷ সেক্ষেত্রে প্রথমে, সেটিংসে যেতে হবে৷ তারপর জেনারেল সেটিংসে গিয়ে স্টার অপশনে ক্লিক করলেই হয়ে যাবে৷

৪৷ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার থেকে ফোন আমরা করেই থাকি৷ কিন্তু জিমেইল থেকেও যে ফোন করা যায়, সেটা জানেন? সেক্ষেত্রে গুগল টক নামক অ্যাপটি ডাউনলোড করতে হবে৷ এরপর ইনবক্সের নিচের বাঁ দিকে ক্লিক করতে হবে৷ তারপর যে নম্বরে ফোন করতে চান, তা টাইপ করতে হবে৷ এবং অনায়াসে আপনি জিমিইল থেকে ফোন করতে পারবেন৷

৫৷ জিমেইলেরও কিছু কিওয়ার্ডসের শর্ট কার্ট রয়েছে, যা অনেকেরই এজানা৷ কীভাবে সেগুলো জানবেন? এর জন্য প্রথমে সেটিংসে যেতে হবে৷ তারপর কিবোর্ড শর্ট কার্ট অপশনে ক্লিক করতে হবে৷ এবং নিজের পছন্দ মতো শর্ট কার্ট বেছে নিতে হবে৷

 


আরো সংবাদ



premium cement
বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা

সকল