২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার

হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার - ছবি : সংগৃহীত

প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এবার আরো আপডেটেড ও আকর্ষণীয় ভার্সান আনতে চলেছে অনলাইন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ৷ সূত্রের খবর, চলতি বছরে বা আগামী বছরের গোড়াতে গ্রাহকদের জন্য কয়েকটি নয়া ফিচার যুক্ত করতে চলেছে সংস্থাটি৷ সম্প্রতি ফিংগারপ্রিন্ট অথেনটিকেশন থেকে শুরু করে ক্রমাগত ভয়েস ম্যাসেজিংয়ের মতো সুবিধা এনেছে হোয়াটয়অ্যাপ৷ তবে এখানেই শেষ নয়, সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে ঝুলিতে রয়েছে আরো অনেক৷

বুমেরাং ভিডিও : জানা গেছে, একদিন যে প্রবণতা দেখা যেত ফেসবুকের ক্ষেত্রে, এবার সেই পথেই হাঁটতে চলেছে হোয়াটসঅ্যাপ৷ অর্থাৎ ঠিক যেমন ভাবে স্টোরিসের মতো ফিচারটি ব্যবহার করেছে ফেসবুক৷ তেমনই এবার ইনস্টাগ্রামের বুমেরাং ভিডিও তৈরির ফিচারটিও ব্যবহার করতে চলেছে হোয়াটসঅ্যাপ৷

ডার্ক মোড : জানা গেছে, টুইটারের মতো এবার হোয়াটসঅ্যাপেও আসতে চলেছে ডার্ক মোড৷ ২০১৮ থেকে এই ডার্ক মোড আনার প্রস্তুতি শুরু করেছিল হোয়াটসঅ্যাপ৷ এবং বিষয়টি বাজারে ছড়িয়ে পড়তেই গ্রাহকদের মধ্যেও একটা আগ্রহ তৈরি হয়৷ সূত্রের খবর, অবশেষে চলতি বছর বা আগামী বছরের শেষে এই ফিচারটি প্রকাশ্যে আনতে চলেছে হোয়াটসঅ্যাপ৷ জানা গেছে, এর ফলে আকর্ষণীয় দেখার পাশাপাশি মেসেজি করতেও সুবিধা হবে অ্যাপটিতে৷

গুরুত্ব অনুযায়ী কন্টাক্ট নম্বর সাজানো : সূত্রের খবর, এই নয়া ভার্সানে গুরুত্ব অনুযায়ী কন্টাক্ট নম্বর সাজাতে পারবেন গ্রাহকরা৷ এতে তাঁদের প্রয়োজনীয় নম্বর পেতে যেমন সুবিধা হবে, তেমনই বন্ধুদের খোঁজও মিলবে চটজলদি৷

হোয়াটসঅ্যাপ স্টেটাস সরাসরি ফেসবুকে শেয়ার করার সুবিধা : এবার সরাসরি হোয়াটসঅ্যাপ স্টেটাসও শেয়ার করা যাবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে৷ ফলে তিনটি অ্যাপের মধ্যে মেলবন্ধন ঘটতে চলেছে৷

ভয়েস মেসেজ রিভিউ : ফটোর প্রিভিউয়ের মতো এবার ভিডিও প্রিভিউ পদ্ধতিও আনতে চলেছে হোয়াটসঅ্যাপ৷


আরো সংবাদ



premium cement
গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে বাংলাদেশ ছাত্র আন্দোলনে শহীদ রিপনের লাশ সাড়ে ৩ মাস পর উত্তোলন নির্বাচনের জন্য জনগণের আস্থা অর্জন করাই ইসির প্রধান কাজ : রিজভী পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয় কক্সবাজার সৈকতে গোসলে নেমে মৃত ১, নিখোঁজ ২ জাপান নতুন বাংলাদেশেরও বন্ধুই রয়েছে : রাষ্ট্রদূত পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে হাবিপ্রবি ছাত্রলীগ নেতা প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় জিম্বাবুয়ের আদানির বিরুদ্ধে এবার সমন জারি করল যুক্তরাষ্ট্র বাণিজ্য সহযোগিতায় বাংলাদেশের বড় অগ্রাধিকার চীন : বাণিজ্য উপদেষ্টা

সকল