২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফেসবুকে নতুন সুযোগ : মুছে ফেলা যাবে সব ডিজিটাল অ্যাকটিভিটি

ফেসবুকে নতুন সুযোগ : মুছে ফেলা যাবে সব ডিজিটাল অ্যাকটিভিটি - ছবি : সংগৃহীত

সোশাল মিডিয়ায় গ্রাহকের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য নতুন টুল নিয়ে এলো ফেসবুক। টুলের নাম অফ ফেসবুক অ্যাকটিভিটি। গ্রাহক এবার নিজের ডিজিটাল বিচরণ অনুসন্ধান করে ইচ্ছে মতো তথ্য ফেসবুককে জানাতে পারবে। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সব তথ্য অবশ্য চাইলেই মুছে ফেলতে পারবে না গ্রাহক।

এই প্রযুক্তি প্রথমে স্পেন, তারপর দক্ষিণ কোরিয়া এবং আয়ারল্যান্ডে চালু করা হবে। তারপর একে একে প্থিবীর বাকি দেশগুলোতেও ছড়িয়ে যাবে আগামী কয়েক মাসের মধ্যেই।

প্রাথমিকভাবে গ্রাহক এখন নিজেই বেছে নিতে পারবেন, তার কোন তথ্য ফেসবুক বা অন্যান্য সোশাল মিডিয়ায় থাকবে অথবা থাকবে না। সোশাল মিডিয়া অ্যাকাউন্টে যে সমস্ত তথ্য ইতিমধ্যে দেয়া হয়ে গেছে, সেগুলোও মুছে ফেলতে পারবেন আপনি।

অফ ফেস অ্যাকটিভিটি ক্লিয়ার করে দিলেই সব তথ্য মুছে ফেলবে সোশাল মিডিয়া কর্তৃপক্ষ। গ্রাহক একবার কোনো তথ্য মুছে ফেললে সেটি ব্যবহার করে বিজ্ঞাপন পাঠাতে বা অন্যান্য কাজে লাগাবে না ফেসবুক। সংস্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ব্যবসার কথা ভাবলেও গ্রাহকের পছন্দকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন তারা।

এর আগে ২০১৮ সালে ‘ক্লিয়ার হিস্ট্রি’ নামের এক টুল চালু করেছিল ফেসবুক।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement
গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে বাংলাদেশ ছাত্র আন্দোলনে শহীদ রিপনের লাশ সাড়ে ৩ মাস পর উত্তোলন নির্বাচনের জন্য জনগণের আস্থা অর্জন করাই ইসির প্রধান কাজ : রিজভী পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয় কক্সবাজার সৈকতে গোসলে নেমে মৃত ১, নিখোঁজ ২ জাপান নতুন বাংলাদেশেরও বন্ধুই রয়েছে : রাষ্ট্রদূত পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে হাবিপ্রবি ছাত্রলীগ নেতা প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় জিম্বাবুয়ের আদানির বিরুদ্ধে এবার সমন জারি করল যুক্তরাষ্ট্র বাণিজ্য সহযোগিতায় বাংলাদেশের বড় অগ্রাধিকার চীন : বাণিজ্য উপদেষ্টা

সকল