মোবাইল ইন্টারনেট চালু
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ ডিসেম্বর ২০১৮, ১৯:০০
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার ২ ঘণ্টা পরেই টুজি, থ্রিজি ও ফোরজি ইন্টারনেট উন্মুক্ত করে দেয়া হয়েছে। আজ সন্ধ্যা ৬ টার দিকে মোবাইল ইন্টারনেট সেবা চালু করা হয়।
এর আগে ৭ ডিসেম্বর রাত ১০টা থেকে ২৮ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রথমবার দেশের সব মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছিল। এরপর ২৯ ডিসেম্বর (শনিবার) বিকাল ৩টা থেকে দ্বিতীয় দফায় থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। এদিন মধ্যরাত থেকে টুজি ইন্টারনেটও বন্ধ করে দেয়া হয়। মোবাইল থেকে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়।
বিটিআরসি সূত্রে জানা গেছে, ‘রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ও গুজব প্রতিরোধে’ সরকারের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়। ভোটের দিন (৩০ ডিসেম্বর) মধরাত পর্যন্ত মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ থাকবে বলেও সংস্থাটি জানিয়েছিল।
কিন্তু ভোট শেষ হওয়ার ঘন্টা দুয়েক পরেই ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হয় বলে নিশ্চিত করেছে মোবাইল ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান।
তবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু ছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা