০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বেকার করবে এআই!

গুগলের প্রধান কর্মকর্তা সুন্দর পিচাই - ফাইল ছবি

সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এবার সমস্যায় পড়তে পারেন। এমনি সতর্কবার্তা দিলেন সুন্দর পিচাই।

গুগলের প্রধান কর্মকর্তা সুন্দর পিচাই সম্প্রতি জানিয়েছেন, বর্তমানে গুগলের নতুন কোডের ২৫ শতাংশের বেশি তৈরি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে। শুধু এআই দিয়ে তৈরি এই কোড যাচাই ও পরিমার্জনের কাজ করা হচ্ছে । এতে কোড লেখার প্রক্রিয়ায় বড় পরিবর্তন এসেছে। একই সাথে কাজের ধরনও বদলে গেছে। নিয়মিত কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হওয়ায় এখন মূলত জটিল সমস্যার সমাধান ও নতুন চিন্তায় মনোযোগ দিতে পারছেন। তবে এআইয়ের এই অগ্রগতি নতুন প্রজন্মের কোডারদের জন্য এক নতুন চ্যালেঞ্জও তৈরি করছে।

পিচাই জানিয়েছেন, গুগলের ২৫ শতাংশের বেশি কোড এআই লেখার কারণে সফটওয়্যার উন্নয়নের কাজের গতি বেড়েছে। পাশাপাশি এআইকে কাজে লাগানোর ক্ষেত্রে গুগল নতুন যুগের সূচনা করেছে। এটি প্রযুক্তি ক্ষেত্রে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।

এআই-নির্ভর কোডের কারণে গুগলের কাজের ধরন বদলাচ্ছে। এখন মূলত এআইয়ের তৈরি করা কোড যাচাই, পরিমার্জন ও উন্নত করার কাজ করছেন। এর ফলে তারা সাধারণ কোডিংয়ের চেয়ে আরও জটিল সমস্যার সমাধান ও সৃজনশীল কাজে বেশি মনোযোগ দিতে পারছেন। এটি একটি নতুন ধরনের কাজের ক্ষেত্র। এর ফলে এআইয়ের সহায়তায় জটিল কাজ করার সুযোগ বাড়ছে।

এআই ব্যবহারের ফলে প্রাথমিক স্তরের ও সাধারণ কোডিংয়ের কাজগুলো কমে যাচ্ছে। ফলে নতুন কোডারদের জন্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তাই তরুণ কোডারদের কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করার দক্ষতা অর্জন করতে হবে। সহজ কোডিংয়ের বাইরে এআই পরিচালনা, যাচাই ও জটিল সমস্যা সমাধানের দক্ষতা এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

যারা নতুন প্রজন্মের সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছে তারা যদি এই ব্যবস্থা সঙ্গে নিজেদের মানিয়ে নিতে না পারেন তাহলে তাদের কাজের বাজার হারিয়ে যাবে। এরফলে গোটা বিশ্বজুড়ে কাজের আকাল দেখা দেবে।
সূত্র : আজকাল

 


আরো সংবাদ



premium cement